সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৫:৫৫

আজ শুরুতেই স্পিন বলের কারণ জানালেন সাকিব

আজ শুরুতেই স্পিন বলের কারণ জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান জানালেন তার বোলিং দিয়ে জিম্বাবুয়ের ইনিংসে আক্রমণ শুরু করার কারণ। সাকিব বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের সবসময় সাকসেসফুল হওয়ার পেছনে বড় একটা অস্ত্র হচ্ছে বাঁহাতি স্পিন। এই কারণেই আসলে বাঁহাতি স্পিনার দিয়ে ইনিংস শুরু করা। সকালের দিকে উইকেট স্পিনারদের জন্য সহায়কও ছিল। যত সময় পার হয়েছে ব্যাটসম্যানদের জন্য তত ইজি হচ্ছিল উইকেটটা। আমাদের দরকার ছিল দ্রুত কিছু উইকেট নেয়া। আর যেহেতু উইকেটে সহায়তা পাচ্ছিল আর ওরা স্বাভাবিকভাবেই পেস বোলিংয়ে একটু হলেও কমফোর্টেবল, সেই কারণেই আসলে আমাদের স্পিন বোলিং দিয়ে শুরু করা।’

২০১৭ সালের শেষদিকে দক্ষিণ আফ্রিকার কাছে নাকানিচুবানি খেলেও নতুন বছরের প্রথম ম্যাচে সফলতা পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে হয়েছে শুভসূচনা। এই বিষয়টিকে সাকিব দেখছেন আত্মবিশ্বাসের জোগান হিসেবে, ‘নতুন বছরের শুরুটা ভালো হল। সেদিক থেকে জয়টা ইম্পরট্যান্ট। যেহেতু আমরা তিন জাতির একটা টুর্নামেন্ট খেলছি, মোমেনটামটাও ইম্পরট্যান্ট। তাই আজকের জয় অবশ্যই আমাদের ভালো আত্মবিশ্বাস জোগাবে, যেহেতু শ্রীলঙ্কার সাথে আমাদের চ্যালেঞ্জ আরও কঠিন হবে বলে মনে করছি। সেদিক থেকে চিন্তা করলে এই জয়টা মানসিকভাবে আমাদের অনেক সাহায্য করবে।’

জিম্বাবুয়েকে ১৭০ রানে আটকে ফেলায় ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হয়ে গিয়েছিল ব্যাটসম্যানরা ক্রিজে নামার আগেই। সাকিব তাই কৃতিত্ব দিলেন বোলারদের। তিনি বলেন, ‘বোলাররা বেশ ভালো বোলিং করেছে। এই কনফিডেন্সটা সবারই কাজে লাগবে।’

তিন নম্বরে ব্যাট হাতে নেমে এটি সাকিবের তৃতীয় ইনিংস। এই অভিজ্ঞতা তাই সাকিবের জন্য অনেকটা ‘নতুন’ই; যাকে তিনি নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবে, ‘এ নিয়ে সম্ভবত তৃতীয়বার খেললাম। আসলে নতুন একটা চ্যালেঞ্জ। খেলার ভেতরে নতুন নতুন চ্যালেঞ্জ না থাকলে খেলাটা আসলে উপভোগ করা কষ্ট হয়। সেদিক থেকে আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ। আশা রাখি, নেক্সট টাইম যদি এরকম সেট হতে পারি তাহলে যেন বড় ইনিংস খেলতে পারি… যারা টপ ত্রি ফোরে ব্যাটিং করে তাদের আসলে জবটাই থাকে এটা। কেউ দ্রুত আউট হয়ে যেতে পারে। কিন্তু যখন সেট হয়ে যাবে তখন যাতে স্কোরটা বড় করতে পারে- এটাই আসলে টার্গেট থাকে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে