সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৮:০৩:৩৭

ম্যাচ সেরা হলেন সাকিব

ম্যাচ সেরা হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শেষ হওয়ার আগেই বোঝা গিয়েছিল সেরা হচ্ছেন কে? সাকিব আল হাসান।  বিচারকদের বিবেচনার জন্য দ্বিতীয় নামটি হয়তো তামিম ইকবালের (৮৪ রান) এসে থাকবে।  কিন্তু ব্যাট এবং বল হাতে দারুণ অলরাউন্ড নৈপুন্য দেখানো সাকিব আল হাসানকে শেষ বিচারে সেরার জন্য বিবেচনায় আনা হবে- এটা ছিল যেন জানা কথা।  শেষ পর্যন্ত তাই হলো।  সাকিব হলেন ম্যান অব দ্য ম্যাচ।

খেলার প্রথম ওভারেই তো জিম্বাবুয়ের কোমর ভেঙে দিয়েছিলেন সাকিব।  প্রথম ওভারের প্রথম এবং তৃতীয় বলে পরপর ফিরিয়ে দেন সলোমন মিরে এবং ক্রেইগ আরভিনকে।  এরপর নিলেন আরও এক উইকেট।  সাজঘরে ফিরিয়েছেন গ্রায়েম ক্রেমারকে।  ১০ ওভারে ৪৩ রান দিয়ে নিলেন সর্বোচ্চ ৩ উইকেট।

এরপর ব্যাট হাতে নামলেন তিন নম্বরে।  গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, তিন নম্বরে ব্যাট করবেন সাকিব।  আজ ম্যাচেও সেটা দেখা গেলো।  তিন নম্বরে ব্যাট করলেন তিনি।  ৪৬ বল খেলে ৩৭ রানের দারুণ এক কার্যকরি ইনিংস খেলেন তিনি।  তামিম ইকবালের সঙ্গে গড়েন ৭৮ রানের দারুণ এক জুটি।  যে জুটির ওপর দাঁড়িয়ে বাকি কাজটুকু শেষ করে দেন তামিম এবং মুশফিকুর রহীম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে