সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৮:১৪:০৫

মেহরাব হোসেন অপিকে সাথে নিয়ে টাইগারদের খেলা দেখলেন হাথুরুসিংহে!

মেহরাব হোসেন অপিকে সাথে নিয়ে টাইগারদের খেলা দেখলেন হাথুরুসিংহে!

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানের মাথায় দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় আউট হয়ে যান।  প্রত্রাবর্তন ম্যাচে ১৯ রান করেন তিনি।  অন্যদিকে ব্যক্তিগত ৩৭ রানেই এল বি ডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাকিব।  ব্যাট করতে মাঠে নেমেছেন মুশফিক।  তবে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম।  তিনি ব্যক্তিগত ৮৪ রানে ও মুশফিক ১৪ রানে অপরাজিত ছিলেন।

এরই ফলে জয়ের দেখা পেয়ে যায় বাংলাদেশ।  ২৮.৩ ওভারেই ১৭১ রানের টার্গেট পূরণ করে বাংলাদেশ।  ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে দারুণ শুভসূচনা করে বাংলাদেশ।  আর টাইগারদের ম্যাচ দেখেছেন টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আজ মিরপুরের একাডেমি মাঠে সকাল ১০টা থেকে অনুশীলন করে লঙ্কান দল।  তবে অনুশীলন শেষে ক্রিকেটারেরা টিম বাসে উঠলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে শেরে বাংলা স্টেডিয়ামের দিকে এগিয়ে যান।  আর সেখানে সাবেক শিষ্যদের খেলা দেখার সুযোগ হাতছাড়া করলেন না হাথুরুসিংহে।

তবে তিনি অবশ্য বেশিক্ষণ খেলা উপভোগ করেননি।  গ্র্যান্ড স্ট্যান্ডের বাঁ পাশে দাঁড়িয়ে প্রায় আধা ঘণ্টা বাংলাদেশের খেলা দেখলেন তিনি।  তবে তখন তার সঙ্গে ছিলেন শ্রীলঙ্কা দলের লিয়াজোঁ অফিসার ও জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি।

উল্লেখ্য, আগামী বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।  অন্যদিকে তারা টাইগারদের মুখোমুখি হবে শুক্রবারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে