সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৮:৩১:৩৭

জিম্বাবুয়েকে হারানোর পাশাপাশি দারুণ এক মাইলফলক গড়ল বাংলাদেশ!

 জিম্বাবুয়েকে হারানোর পাশাপাশি দারুণ এক মাইলফলক গড়ল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানের মাথায় দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় আউট হয়ে যান।  প্রত্যাবর্তন ম্যাচে ১৯ রান করেন তিনি।  অন্যদিকে ব্যক্তিগত ৩৭ রানেই এল বি ডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাকিব।  ব্যাট করতে মাঠে নেমেছেন মুশফিক।  তবে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম।  তিনি ব্যক্তিগত ৮৪ রানে ও মুশফিক ১৪ রানে অপরাজিত ছিলেন।

এরই ফলে জয়ের দেখা পেয়ে যায় বাংলাদেশ।  ২৮.৩ ওভারেই ১৭১ রানের টার্গেট পূরণ করে বাংলাদেশ।  ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে দারুণ শুভসূচনা করে বাংলাদেশ।  সেই সঙ্গে এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের সঙ্গে আন্তার্জাতিক ক্রিকেটে নিজের ব্যবধান স্পষ্ট করেছে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ আট ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।  এবার সেখানে যোগ হল আরেকটি ম্যাচে।  যার মানে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ৯ ম্যাচ জয় পেয়েছে টাইগাররা।  তবে সেটির ব্যবধান আরও বাড়তে পারে।  কারণ ত্রিদেশীয় সিরিজে টাইগারদের মোকাবেলা করতে আবারো মাঠে নামতে হবে জিম্বাবুয়েকে।  এবার এটাই দেখার পালা ব্যবধান বাড়াতে পারবে কিনা টাইগাররা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে