সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৩১:৪১

দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন কপাল!

 দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন কপাল!

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। টি-টুয়েন্টি বিশ্বকাপেও বর্তমান চ্যাম্পিয়ন। তার উপর তারকায় ঠাসা একটি দল ওয়েস্ট ইন্ডিজ। অথচ সামনের বিশ্বকাপে তারা কেমন করবে সেটা নিয়ে কোন আলোচনা নেই। উল্টো মেগা এ ইভেন্টের শেষ দুটি জায়গার জন্য যে কোয়ালিফাই হবে, তাতে কেমন খেলবে বা বিশ্বকাপে ক্যারিবীয়দের জায়গা হবে কিনা সেটা নিয়েই যত আলোচনা হচ্ছে।

২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য চূড়ান্ত বাছাইয়ের খেলা হবে আগামী ৪ থেকে ২৫ মার্চ, জিম্বাবুয়েতে। সেখানে ১০টি দল অংশগ্রহণ করবে। এ প্রতিযোগিতার শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করবে।

ওয়ানডে ক্রিকেটে প্রভাবশালী চার দল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়। এই চারটি দেশ বাছাইপর্বে হংকং, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির সঙ্গে পরীক্ষা দেবে। পরের দলগুলো আবার আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারে থেকে শেষ করেছে।

বাকি দুটি দল ঠিক হবে নামিবিয়ায়, ৮-১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট লিগ ডিভিশন টু থেকে। এখানে অংশগ্রহণ করবে কানাডা, কেনিয়া, নামিবিয়া, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

প্রথমে প্রতিযোগিতাটি বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে বাংলাদেশ ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় বাছাইপর্বের স্থনে পরিবর্তিত হয়। সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড-আয়ারল্যান্ড যৌথভাবে আবেদন নিয়ে চিন্তা-ভাবনা করেছিল। শেষপর্যন্ত ১৩ অক্টোবর ২০১৭তে সিদ্ধান্ত নেয়া হয় বাছাইপর্ব জিম্বাবুয়েতে হবে।

২০১৯ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এরফলে বিশ্বকাপ বাছাইপর্বে নতুন ধরনের ব্যবস্থা প্রণীত হয় যাতে কমপক্ষে দুটি টেস্টভূক্ত দেশকে বাছাইপর্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে