সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৫:৩৭

মাশরাফির যে সিদ্ধান্ত ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট!

 মাশরাফির যে সিদ্ধান্ত ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট!

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের উদ্ধোধনী ম্যাচে আজ জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের টার্গেট ২৮.৩ ওভারেই পূরণ করে বাংলাদেশ।  এরইফলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই তাদেরকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে দারুণ শুভসূচনা করে বাংলাদেশ।  তামিম ৮৪ রানে ও মুশফিক ১৪ রানে অপরাজিত ছিলেন।  ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

আর সেই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  আর মাশরাফির এমন সিদ্ধান্ততে টাইগার বোলার যে ভালো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।  টাইগারদের বোলিং তোপে ১৭০ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।  জিম্বাবুয়ের বিপক্ষে হেসেখেলেই জয় পায় মাশরাফিবাহিনী।

ম্যাচ শেষে সাকিব বলেন, 'রথমে ব্যাট করা একটু কঠিন ছিল।  আস্তে আস্তে উইকেট সহজ হয়ে যায়।  আমাদের টার্গেট ছিল নতুন বলে শুরুতে উইকেট তুলে নেওয়া।  আমরা অতীতে ওদের বাঁহাতি স্পিন দিয়ে ঘায়েল করেছি।  সেটা মাথায় রেখেই আমি বোলিং শুরু করি।  ভাগ্য ভালো ছিল যে, শুরুতেই আমরা দুই উইকেট তুলে নিতে পেরেছি।  এটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। '

তিনি আরও বলেন, 'আমরা গত কিছু দিন ধরে বোলিং নিয়ে কাজ করেছি।  এ ম্যাচে তার প্রতিফলনও হযেছে।  মাশরাফি খুব ভালো বল করেছে।  রুবেল তো বেশ কিছু দিন ধরে ভালো করছে।  অসাধারণ বোলিং করেছে মুস্তাফিজ।  আসলে সে কখনও খারাপ করেনি।  একজনের পক্ষে সব ম্যাচে ভালো করাও কঠিন।  কিছুদিন ধরে সে বোলিংয়ের কিছু দিক নিয়ে কাজ করেছে।  এ ম্যাচে তার উন্নতিও চোখে পড়ার মতো।  আমি তার বোলিংয়ে সন্তুষ্ট। '
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে