সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৭:৩২

দলীয় পরিকল্পনাতেই সফল সাকিব

দলীয় পরিকল্পনাতেই সফল সাকিব

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান। এই টাইগার অলরাউন্ডার প্রথম ওভারেই বোলিং ঘুর্নিতে সুলেমান মীরে ও ক্রেগ আরভিনের উইকেট তুলে নিয়ে টাইগারদের দুর্দান্ত শুরু এনে দেন।

তারপর, ব্যাট হাতে তিন নম্বরে নেমে ৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সহজ জয়ের পথ বাতলে দেন সাকিব। অবশ্য, ব্যাট হাতে মূল কাজটা করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এই বাঁহাতি অপরাজিত ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন।

যার ফলে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। অবশ্য ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সের কারণে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

ম্যাচ সেরার পুরষ্কার হাতে সাকিব জানিয়েছেন, "শুরুতেই উইকেট নেয়াটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ সময় যাওয়ার সাথে সাথে পিচ অনেকটা ভালো হয়ে যায়। ম্যাচের শুরুতে পিচে কিছু শিশির ছিল। ফলে আমার মনে হয়েছে এখান থেকে স্পিনাররা সাহায্য পেতে পারে। এটা বাঁহাতি স্পিনারদের নিয়ে একটি দলীয় পরিকল্পিত আক্রমণ যা কাজ করছে।"

গেল কয়েক বছর ধরেই ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিক টাইগার ওপেনার তামিম ইকবাল। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও তার প্রতিফলন দেখা গেছে। ব্যাট হাতে দুর্দান্ত খেলা তামিম ইকবালের প্রশংসা করে সাকিব বলেন, "সে গত দুই বছর ধরেই রানের মধ্যে আছে। তার যা করার দরকার সে তা করতে পেরেছে।"

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচ দিয়ে তৃতীয় বারের মত ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করেছেন সাকিব। ধরে নেয়া হচ্ছে এখন নিয়মিতই তাকে এই জায়গায় দেখা যাবে। নতুন এই দায়িত্ব প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, "নতুন কাজ, নতুন দায়িত্ব তো চমৎকার। তবে, অবশ্যই আমি আমি বড় রান করতে চাই।"
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে