মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৯:৩২:৪২

বাংলাদেশের হয়ে সর্ব প্রথম ১০, ০০০ রান করলেন তুষার ইমরান

বাংলাদেশের হয়ে সর্ব প্রথম ১০, ০০০ রান করলেন তুষার ইমরান

স্পোর্টস ডেস্ক: অনন্য কীর্তি গড়লেন তুষার ইমরান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ৩৪ বছর বয়সি এই ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে সর্ব প্রথম ১০, ০০০ রান করলেন তুষার ইমরান।

৯ হাজার ৯৬৫ রান নিয়ে বিকেএসপিতে আজ বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাট করতে নামেন তুষার। ব্যক্তিগত ৩৪ থেকে চার হাঁকিয়ে মাইলফলক ছুঁয়ে ফেলেন প্রাইম ব্যাংক সাউথ জোনের এই ব্যাটসম্যান।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই তুষারের। বিসিএলের প্রথম রাউন্ডে হাঁকিয়েছিলেন নিজের ২৫তম সেঞ্চুরি।

আজ শুরু দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ১০ হাজার রানের ঠিকানায়। এবারও বড় ইনিংসের পথেই আছেন। প্রথম দিন শেষে ৭২ বলে ৭টি চারে ৪০ রানে অপরাজিত আছেন তুষার।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানও আর কারও নেই। ৮ হাজার ৪৪০ রান নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অলক কাপালি। এরপর শীর্ষ পাঁচে আছেন রাজিন সালেহ (৮১৩৫), ফরহাদ হোসেন (৭৩৫৭), মোহাম্মদ আশরাফুল (৭৩১৮)।
১৬ ডিসেম্বর ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে