মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:৪৬:৪৫

এখনো বহাল নাফিসের রেকর্ড, ভাঙতে পারলেন না বিজয়

এখনো বহাল নাফিসের রেকর্ড, ভাঙতে পারলেন না বিজয়

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালের বিশ্বকাপের পর লম্বা বিরতি দিয়ে আবারো দলে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে পুনরায় ঢুকেছেন তিনি।

চলতি ত্রিদেশীয় সিরিজে আবারো তামিমের সঙ্গী হিসেবে ম্যাচ শুরু করতে দেখা যাচ্ছে তাকে। এদিকে দলে ফিরেই দারুণ এক মাইলফলকের মুখোমুখি হয়েছিলেন তিনি।

আর তা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম এক হাজার রান করার মাইলফলক! সিরিজ শুরুর আগে এই রেকর্ড গড়তে আর মাত্র ৫০ রান দরকার ছিল বিজয়ের।

তবে সোমবারের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ বলে চারটি চারে ১৯ করে আউট হয়ে সেই রেকর্ড ছুঁতে পারলেন না বিজয়। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত খেলা ২৮ ইনিংসে বিজয়ের মোট সংগ্রহ ৯৬৯ রান।

কিন্তু বাংলাদেশের দ্রুততম এক হাজার রান সংগ্রাহক শাহরিয়ার নাফিস এই মাইলফলক ছুঁয়েছিলেন মাত্র ২৯ ইনিংসে। দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি হয়তো ভাঙা হলো না বিজয়ের।

মাত্র ৩১ রান দূরে থেকে গেলেন তিনি। তবে এই রান সামনের ইনিংসেই করে ফেলতে পারেন বিজয়। আর তা করতে পারলে শাহরিয়ার নাফিসের পাশে নাম লিখাতে পারবেন তিনি।  
১৬ ডিসেম্বর ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে