মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ১১:৪৭:০৩

পরের ম্যাচে প্রতিশোধ নিতে চায় জিম্বাবুয়ে

পরের ম্যাচে প্রতিশোধ নিতে চায় জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হল না জিম্বাবুয়ের। স্বাগতিক বাংলাদেশের কাছে হার মেনেছে কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই। অবশ্য জিম্বাবুয়ে চেয়েছিল এই উইকেটে ২৪০ থেকে ২৫০ রান করতে। কিন্তু বাংলাদেশের বোলাররা তাদের সেই পরিকল্পনাকে সফল হতে দেয়নি।

সাকিব, সানজামুল, রুবেল, মুস্তাফিজ ও মাশরাফির বোলিং তোপে জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় ১৭০ রানেই। প্রথম ম্যাচে হার মানলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় হিথ স্ট্রিকের শিষ্যরা। এ হারের জবাবে পরের ম্যাচে প্রতিশোধ নিতে চায় জিম্বাবুয়ে।

ম্যাচ শেষে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার জানিয়েছেন এই ম্যাচে হারলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে তারা আত্মবিশ্বাসী, ‘আগামী ম্যাচের জন্য আমরা আরো প্রস্তুত হব। এই ম্যাচে সুবিধা করতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। কারণ, সবশেষ আমরা তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছি। আজ আমরা উইকেট দেখেছি। শ্রীলঙ্কান বোলারদের সম্পর্কে আমাদের ধারণা আছে। তবে সন্ধ্যায় কিছুটা শিশির পড়বে। সেটা কিছুটা ভূমিকা পালন করতে পারে।’

আজকের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম এই উইকেটে ২৪০-২৫০ রান করতে পারব। কিন্তু শুরুতে উইকেট হারিয়ে আমরা সুবিধা করতে পারিনি। আমরা যদি ভালো স্কোর করতে পারতাম তাহলে সেটা তাড়া করা কঠিন হত।

আজ আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। তবে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলারদের। তারা খুবই ভালো বল করেছে। তারা আমাদের জন্য কাজটা কঠিন করে দিয়েছে।’
১৬ ডিসেম্বর ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে