মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ১২:৩১:১৫

ফের ব্যাটে রান পেলেন শাহরিয়ার নাফীস

ফের ব্যাটে রান পেলেন শাহরিয়ার নাফীস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে সোমবার। সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। ঘন কুয়াশার কারণে ম্যাচটি দেরিতে শুরু হয় এদিন। তাই ৩৩ ওভারের বেশি খেলা হয়নি।

তবে এই ৩৩ ওভারের দিনেই মাইলফলক গড়েছেন তুষার ইমরান। ব্যাটে রান পেলেন শাহরিয়ার নাফীসও। প্রথম শ্রেণির ক্রিকেটে দশ হাজার রানের কীর্তি গড়েছেন তুষার। ফিফটির দেখা পেয়েছেন শাহরিয়ার নাফীস। ২ উইকেটে ১০৮ রান করে দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল। নাফীস ৫৩ ও তুষার ৪০ রানে অপরাজিত আছেন।

এদিন টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন মধ্যাঞ্চলের অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল। দক্ষিণাঞ্চল ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় ৫ রানে ফিরে যান মেহেদী হাসান (১)। আবু হায়দার রনির বলে বোল্ট হন তিনি। সৌম্য সরকারও(১০) বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। দলীয় ২২ রানে বিদায় নেন তিনি এবাদত হোসেন শিকার হয়ে।

এরপর উইকেটে আসেন তুষার ইমরান। জুটি বাঁধেন নাফীসের সঙ্গে। তৃতীয় ‍উইকেটে ৮৬ রান তুলে দুজন অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করেছেন। শাহরিয়ার নাফীস পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২তম ফিফটি। আর দশ হাজার রান থেকে ৩৫ রান দূরে থেকে উইকেটে এসেছিলেন তুষার। মাইলফলক গড়তে ভক্তদের খুব বেশি অপেক্ষায় রাখেননি তিনি।

১৫৪তম প্রথম শ্রেণির ম্যাচে দশ হাজার রান পূরণ করলেন তুষার। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তার। সর্বাধিক ২৫টি সেঞ্চুরির মালিকও তুষার। প্রথম শ্রেণির ক্রিকেটে তুষার ছাড়া নয় হাজার রান করার কীর্তিও নেই কারও। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তুষারের পরে আছেন অলক কাপালি (৮৪৪০) ও রাজিন সালেহ (৮১৩৫)।

সংক্ষিপ্ত স্কোর :

প্রথম দিন শেষে

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল : ৩৩ ওভারে ১০৮/২ (নাফীস ৫৩, মেহেদী ১, সৌম্য ১০, তুষার ৪০; আবু হয়দার ১/২৮, এবাদত ১/৩০)।
১৬ ডিসেম্বর ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে