মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ১২:৫৩:৫৯

‘আমাদের জন্য মুস্তাফিজের বল খেলা খুব কঠিন’

  ‘আমাদের জন্য মুস্তাফিজের বল খেলা খুব কঠিন’

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টি-টোয়েন্টির মধ্য দিয়ে। পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে পেয়েছিলেন শহীদ আফ্রিদির উইকেট। তখনো ক্রিকেট বিশ্বে আলোড়ন ছড়াতে না পারলেও, ওয়ানডেতে ভারতের বিপক্ষে ঠিকই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে মূল অবদান রাখেন এই তরুণ বোলারই। ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আলোড়ন সৃষ্টি করেন মুস্তাফিজ। আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের পর নিজের কাটারের জাদু দেখান আইপিএলেও। ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে অসাধারণ বোলিংয়ে নির্বাচিত হন সেরা উদীয়মান ক্রিকেটারও।

তাছাড়া সেরা উদীয়মান ক্রিকেটের পুরস্কার পান ক্রিকইনফো থেকেও। তবে আইপিএল চলাকালীন ইনজুরিতে পড়াতে সেখান থেকে ঠিকভাবে ফিরতে পারেননি মুস্তাফিজ। চোটের কারণে কেন জানি নিজেকে আর খুঁজে পাননি মুস্তাফিজ। তবে ত্রিদেশীয় সিরিজে আবারো সেই পুরনো মুস্তাফিজের রূপে আবির্ভূত হন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ।

২০১৭ সাল বাজে সময় কাটার পর নতুন বছরে যেন সেই চেনা মুস্তাফিজের মতো ফিরেছেন তিনি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে উইকেট সংখ্যা বেশি না হলেও, কাটার-স্লোয়ারে যেন দিশেহারা জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ১০ ওভার বোলিংয়ে ২৯ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। দিয়েছেন একটি মেডেন ও ডট বল দিয়েছেন ৪১টি।

মুস্তাফিজের এমন বোলিংয়ে ভূয়সী প্রসংশা করেছেন দলের সতীর্থ সাকিব আল হাসান। বাজে সময় কাটার পর দারুণভাবে ফেরাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাকিব। তবে মুস্তাফিজের এমন দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন প্রতিপক্ষ অধিনায়কেরও। মুস্তাফিজকে বিশ্বমানের বোলার হিসেবে আখ্যায়িত  করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রিমার। মুস্তাফিজের স্লোয়ারে তার দলের ব্যাটসম্যানদের ভালোই ভুগিয়েছে সেটিও স্বীকার করেন এই জিম্বাবুয়েন অধিনায়ক। তার বল খেলা কঠিন বলেও জানান তিনি।

“আজ মুস্তাফিজ দারুণ বোলিং করেছে, আমাদের ব্যাটসম্যানদের ভীষণ ভুগিয়েছে। তার বলে রান নিতে না পেরে চাপে পড়ে যায় ব্যাটসম্যানরা। মুস্তাফিজের স্লোয়ার খেলা খুব কঠিন। আসলে তার বল কিছুটা সময় নিয়ে খেলতে হয়। আমরা জানি, ইনজুরি থেকে সেরে ‍উঠে সে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছে। মুস্তাফিজ সত্যি একজন বিশ্বমানের বোলার।”
১৬ ডিসেম্বর ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে