মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৩৮:০৭

বাংলাদেশ দলে এখন সুযোগ পাওয়া কঠিন

বাংলাদেশ দলে এখন সুযোগ পাওয়া কঠিন

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দারুন জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হয়েছে বাংলাদেশের।  প্রথম ম্যাচে অতিথিদের ৮ উইকেটে হারিয়েছে মাশরাফির দল।  ম্যাচে ফর্মে থাকা স্পিনার মেহেদী হাসান মিরাজ খেলতে পারেনি টিম কম্বিনেশনের কারনে।  আর এই বিষয়টাতে ইতিবাচক হিসেবেই দেখছেন সহকারী কোচ হ্যালসল।

তিনি বলেন, আমাদের দলে অনেক বিকল্প আছে।  টিম-কম্বিনেশনের কারনে একাদশের বাইরে থাকতে হয়েচে মিরাজকে।  একই অবস্থা সাইফুদ্দিন ও রাজুদের।  আর বোলারদের থেকেও বেশি কঠিন ব্যাটসম্যানদের সুযোগ পাওয়া।

হ্যালসল বলেন,  জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের জয়টি সহজ হয়েছে দলের সিনিয়র ক্রিকেটারদের কারনে।  সবাই সবার দায়িত্ব নিয়ে খেলার কারনে সহজেই জয়টি এসেছে।

এদিকে বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা।  এই ম্যাচকে সামনে রেখে হ্যালসল বলেন, শ্রীলঙ্কা খুব আলো একটি দল।  আমরা জানি ওরা কি রকম খেলে।  তাদের দলে ম্যাথিউজ ও লাকমলের মতো ভালো কিছু অসাধারণ খেলোয়াড় আছে।  আর হাথুরুর মতো ভালো কোচ আছে।  তবে আমাদের টিমে আমরা যে কাউকে হারাতে পারি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে