মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৪:২৯

মুস্তাফিজে ভয় হাথুরুসিংহের

মুস্তাফিজে ভয় হাথুরুসিংহের

স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমান কতটা ভয়ানক হতে পারেন সেটা হাথুরুসংহের চেয়ে ভালো আর কে জানে। কারণ, তার সময়েই যে মুস্তাফিজের মত পেসারের আগমন ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে।  এরপর বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মুস্তাফিজের নাম। সেটা এতটাই যে, সব দিকে শুধু মুস্তফিজের জয়জয়কার।

আইপিএল কি কাউন্টি, সব জায়গাতেই শুধু মুস্তাফিজ। আইপিএলে নিজের অভিষেক ট্রুনামেন্টে পুরো বিশ্বকে তাক লাগিয়ে শিরোপা জিতিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। প্রতিটি ম্যাচে হয়ে উঠেছিলেন প্রশংসার পাত্র। ম্যাচ শেষে তার জন্য যেন আলাদা করে কিছু প্রশংসা তুলে রাখতেই হত অধিনায়ক ওয়ার্নারকে।

সেই মুস্তাফিজ মাঝ খানে ইনজুড়িতে পড়ে নিজের ধার হারিয়েছে। ধার হারিয়েছেন কাটারের। তবে সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুন ভাবে ফিরে এসেছেন তিনি। হয়তো আগের মত কাটার ছিল না। ছিল না আগের মত স্লোয়ার। কিন্তু লাইন ও লেন্থ বজায় রেখে কিভাবে সাফল্য পেতে হয় সেটাই করে দেখিয়েছেন তিনি।

ম্যাচ শেষে তাই জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমার এসে অকপটে বলে গেল, মুস্তাফিজ বিশ্বমানের বোলার। তার স্লোয়ার অসাধারন। কাটার গুলো বুঝাও অনেক কষ্ট সাধ্য।

এবার সেই প্রিয় শিষ্য মুস্তাফিজের মুখোমুখি হবে সাবেক গুরু হাথুরুসিংহে। আর মুস্তাফিজের মুখোমুখি হওয়ার আগে এই পেসারের ফর্ম ফিরে পাওয়া নিশ্চই হাথুরুর জন্য শুভ সংবাদ নয়।  তাই ভয় তো কিছুটা পাওয়ারই কথা।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে