মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৯:০৬:০৬

বিলম্বে সাড়া দিচ্ছেন গুরুতর আঘাত পাওয়া শোয়েব মালিক

বিলম্বে সাড়া দিচ্ছেন গুরুতর আঘাত পাওয়া শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক: হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে চলাকালীন সময় মাথায় চোট পেয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান শোয়েব মালিক। ম্যাচের ৩২তম ওভারে মাথায় আঘাত পান এই ডানহাতি ব্যাটসম্যান।

ম্যাচ চলাকালীন সময় তিনি খুব দ্রুত সিংগেল নিতে গেলে অপরপ্রান্তে থাকা আরেক ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ তাঁকে ফেরত পাঠিয়ে দেন। সেসময় ক্রিজে ফেরত যেতে নিলে কলিন মুনরোর ছোড়া বলটি উইকেটের বদলে তার মাথায় গিয়ে আঘাত করে।

বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। ব্যাটিংয়ের সময় হেলমেট পরে খেলছিলেন না তিনি। পরবর্তীতে সাময়িকভাবে মাঠ থেকে ড্রেসিংরুমে যেতে বাধ্য হন এই ডানহাতি ব্যাটসম্যান।

মালিকের ইনজুরির ব্যাপারে পিসিবির পক্ষ থেকে জানানো হয়, ‘শোয়েব মালিক ফিজিওর পরামর্শ নিয়েছে।’ এছাড়াও পাকিস্তান দলের ফিজিওথেরাপিস্ট ভিবি সিং বলেন, ‘ম্যাচ চলাকালীন সময় যতক্ষণ ক্রিজে ছিল তাতে তার কোন সমস্যা হয়নি।

আউট হওয়ার পর সাজঘরে ফিরে সে বিশ্রামে আছে এখন । বিশ্রামের পর মালিক সাড়া দিতে সময় নিচ্ছিল। দেরি করে সাড়া দিলেও আমরা আশাবাদী সে পুরোপুরি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।'

যদিও পরে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। পুরো ম্যাচে তার পরিবর্তে ফিল্ডিং করেছেন অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। এদিকে মালিকের আঘাত পাওয়ার দিনে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে সরফরাজ আহমেদের দল। এই পরাজয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০'তে পিছিয়ে আছেন সফরকারীরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে