মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৯:২১

নুরুল হাসান সোহানের দুর্দান্ত সেঞ্চুরি

নুরুল হাসান সোহানের দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকলেও চলমান ত্রিদেশীয় সিরিজের দলে তার জায়গা হয়নি। এসব নিয়ে অবশ্য বসে নেই নুরুল হাসান সোহান। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরে ঠিকই আলো ছড়িয়ে যাচ্ছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রথম রাউন্ডে মাত্র তিন রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ছুঁয়ে ফেলেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। মঙ্গলবার বিকেএসপিতে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ১৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। অধিনায়ক সোহানের ১৩৩ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৪৮ রানের বড় সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন।

১৫ জানুুয়ারি থেকে শুরু হয়েছে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা। দ্বিতীয় রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সাউথ জোন। স্কোরকার্ডে ২২ রান যোগ করতেই মেহেদী হাসান ও সৌম্য সরকারের উইকেট হারায় সোহানের দল। এরপর তুষার ইমরানকে সাথে নিয়ে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথমদিন শেষ করেন শাহরিয়ার নাফিস। শেষ পর্যন্ত তৃতীয় উইকেটে দু'জন মিলে গড়েন ১১৮ রানের জুটি।

দ্বিতীয়দিন ২৩ রান যোগ করেই ব্যক্তিগত ৮০ রানে বিদায় নেন নাফিস। এদিন তুষার ইমরান তার নামের পাশে যোগ করতে পেরেছেন মাত্র ১৬ রান। ডানহাতি এই ব্যাটসম্যান ৫৬ রান করে ফিরে যাওয়ার পর আল আমিন জুনিয়র এবং জিয়াউর রহমানকে নিয়ে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন সোহান। ১২৯ বলে ১৫ চার ও তিন ছয়ে খেলেন ১৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা সোহানের সপ্তম সেঞ্চুরি।

এ সময় ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি তুলে নেন আল আমিন জুনিয়র। ৭০ বলে চারটি চার এবং এক ছয়ে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৫২ রান। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ১৭, জিয়াউর রহমান ২২, আব্দুর রাজ্জাক ২৩, সাকলাইন সজীব ১০ ও আল আমিন হোসেন করেন ২৪ রান। ৪৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ১৪ রান নিয়ে দ্বিতীয়দিন শেষ করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। সাদমান ইসলাম ১০ এবং রবিউল ইসলাম রবি ২ রানে অপরাজিত আছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অপর ম্যাচে আবু জায়েদ রাহি এবং খালেদ আহমেদের বোলিং তোপে ১৮৭ রানেই গুটিয়ে যায় বিসিবি নর্থ জোনের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা স্বস্তি পায়নি ইসলামী ব্যাংক ইস্ট জোনও। টপ অর্ডারের ব্যর্থতায় তাদের প্রথম ইনিংস থেমেছে ২১১ রানে। ২৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে স্কোরকার্ডে ৩৬ রান জমা করেছেন নর্থ জোনের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান। শান্ত ১৬ ও মিজান ১৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে