মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ১১:৪৮:০৫

'হাথুরুসিংহে তো মাঠে খেলবেন না'

'হাথুরুসিংহে তো মাঠে খেলবেন না'

স্পোর্টস ডেস্ক: চন্ডিকা হাথুরুসিংহে— ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত সবচেয়ে বেশি উচ্চারিত নামটি এ কোচেরই। হঠাৎ করেই বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে নিয়েছেন শ্রীলংকা দলের দায়িত্ব। ত্রিদেশীয় সিরিজে সেই শ্রীলংকাই বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ, দীর্ঘ সময়ের কোচ হাথুরুসিংহে এবার আছেন বিপক্ষ শিবিরে।

মূলত বাংলাদেশ দলের ব্যাপারে তার পরিষ্কার ধারণাটাই হাথুরুসিংহেকে নিয়ে এত আলোচনার কারণ। প্রায় সব ক্রিকেটারেরই শক্তিমত্তা ও দুর্বলতার ব্যাপারে ভালোভাবেই অবগত আছেন তিনি। ঘুরেফিরে তাই বারবারই শোনা যাচ্ছে, এই সিরিজে সবচেয়ে বড় 'ফ্যাক্টর' হবেন এই লংকান কোচ।

তবে এই ধারণার সঙ্গে একেবারেই একমত নন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তার মতে, মাঠের খেলার ফলের একমাত্র নির্ণায়ক ক্রিকেটারদের পারফরম্যান্স।

মঙ্গলবার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে হ্যালসল বলেন, 'হাথুরুসিংহে খুব ভালো কোচ, এতে সন্দেহ নেই; কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে যেমন দেখেছেন, ব্যাট হাতে তামিম ইকবাল রান করেছে, বল হাতে সাকিব আল হাসান উইকেট পেয়েছে। শ্রীলংকা দলের হয়ে এই কাজগুলো তো আর হাথুরুসিংহে করতে পারবেন না। তিনি তো মাঠে খেলবেন না। সেটা ক্রিকেটারদেরই করতে হবে।'

সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও শ্রীলংকা দলকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও মানছেন তিনি, 'নিজেদের সেরা খেলাটা খেললে শ্রীলংকা খুবই শক্তিশালী দল। সম্প্রতি ওরা ভালো খেলতে পারছে না। তার মানে এই নয়, ওরা ভালো খেলবে না। ম্যাথুজ ও লাকমলের মতো দুর্দান্ত সব ক্রিকেটার আছে ওদের। গত বছরটা ওদের ভালো যায়নি, তবে দলটা ভালো।'

১৫ মাস পর ঘরের মাঠে ওয়ানডে খেলতে নেমেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি হ্যালসল, 'মিরপুরে আবার ওয়ানডে খেলতে নামাটা দারুণ একটা ব্যাপার ছিল। বাংলাদেশ দল এখানে খেলতে উপভোগ করে। জিম্বাবুয়ের বিপক্ষে দলের পারফরম্যান্সও ছিল দারুণ। এ রকম জয় আপনাকে নিজেদের ভালো দিকগুলো সম্পর্কে অবগত করবে, একই সঙ্গে যে জায়গাগুলোতে উন্নতি দরকার সেগুলোও আপনি চিহ্নিত করতে পারবেন।'
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে