বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ১০:৫৭:৪১

নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে শেরে বাংলায়

নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে শেরে বাংলায়

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের এলিট ভেনুর কাতারে শেরেবাংলা স্টেডিয়াম। টাইগার ক্রিকেটের ‘হোম’ খ্যাত স্টেডিয়ামটির ইতিহাসে আজ প্রবেশ ঘটছে বিরল এক অধ্যায়ের। বিশ্বের সবচেয়ে দ্রুততম ভেনু হিসেবে ৫০ ওভারের শততম ম্যাচ অনুষ্ঠানের নতুন অধ্যায় যোগ হচ্ছে শেরেবাংলা স্টেডিয়ামের প্রাচুর্য্যে ভরপুর ইতিহাসে। ১১ বছর ও ২ মাসেরও কম সময়ে ওয়ানডে ফরম্যাটের খেলা অনুষ্ঠানের সেঞ্চুরি গৌরব অর্জনে মিরপুর শেরেবাংলা পেছনে ফেলছে বিশ্বের খ্যাতনামা পাঁচটি ভেনুকে। ইতিহাসের ষষ্ঠ ভেনু হিসেবে বাংলাদেশের ক্রিকেটের প্রাণের স্পন্দন পা রাখছে ১০০ ওয়ানডে ম্যাচ আয়োজনের কৃতিত্বের অধিকারী এলিট স্টেডিয়ামের কাতারে।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। দল দুইটির মধ্যকার ম্যাচটি টাইগার ক্রিকেটের নাম্বার ওয়ান ভেনুটিকে পৌঁছে দেবে ১০০ ওয়ানডে অনুষ্ঠানের এলিট তালিকায়। ৫০ ওভারের ফরম্যাটের সবচেয়ে বেশি খেলা (২৩১ ওয়ানডে) আয়োজনের কৃতিত্ব সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামের দখলে। দুই ও তিন-নম্বরে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

জিম্বাবুয়ের ঐতিহাসিক হারারে স্পোর্টস ক্লাব রয়েছে সর্বোচ্চ ওয়ানডে অনুষ্ঠানের ভেনু তালিকার চারে। উপমহাদেশের প্রথম ভেনু হিসেবে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম গত বছর ওয়ানডে ম্যাচ আয়োজনের সেঞ্চুরির এলিট কাতারভুক্ত হয়। ২০০৬ সালের ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ফলে সবচেয়ে কম সময়ে শততম ওয়ানডে আয়োজনের গৌরবও যোগ হচ্ছে টাইগার ক্রিকেটের হোমভেনুর ইতিহাসে।
১৭ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে