বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:৪১:২৯

মাঠ কাঁপানো সেই ক্রিকেটার এখন পাইলট!

 মাঠ কাঁপানো সেই ক্রিকেটার এখন পাইলট!

স্পোর্টস ডেস্ক: খেলা ছাড়ার পর প্রত্যেক ক্রিকেটারই স্বপ্ন থাকে ক্রিকেটের সাথেই যুক্ত থাকার। সাধারণত, খেলা থেকে অবসরের পর খেলোয়াড়রা কোচিং, ধারাভাষ্য বা টিম স্টাফ হিসেবে নতুন ইনিংস শুরু করেন। কিন্তু এমনও কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যারা খেলা ছাড়ার পর সম্পূর্ণ ভিন্ন পেশায় চলে গিয়েছেন এবং তাতে সফলও হয়েছেন।

এমনই একজন দক্ষিণ আফ্রিকার বোয়েটা ডিপেনার। অবসরের পর বিমান পরিবহন ক্ষেত্রে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। এখন তো তিনি একজন সফল পাইলট। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান ডিপেনার এখন একটি বিমানবন্দরের বাণিজ্যিক হেলিকপ্টারের পাইলট।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৮ টেস্টে ৩০.১৪ গড়ে ৩ সেঞ্চুরি ও ৭ অর্ধশতরান সহ মোট ১৭১৮ রান করেছেন ডিপেনার। টেস্টে তার সর্বাধিক রান অপরাজিত ১৭৭।

১৯৯৯-এ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল তার। ১০৭টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ৪২.২৩ গড়ে মোট রান ৩৪২১। রয়েছে ৪ সেঞ্চুরি ও ২৬ হাফসেঞ্চুরি। সর্বাধিক রান ১২৫।
একটি টি-২০ ম্যাচও খেলেছেন তিনি। ২০০৭-এ ক্রিকেটকে বিদায় জানান ডিপেনার।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে