বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ০১:২৫:২৭

মাঠে বসে জিম্বাবুয়ের ব্যাটিং দেখছেন মাশরাফি

মাঠে বসে জিম্বাবুয়ের ব্যাটিং দেখছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে ১০০তম ওয়ানডে ম্যাচ। নতুন এক অধ্যায়ের সূচনা হলো। স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচটি খেলেছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আজকের ম্যাচে জিম্বাবুয়ে থাকেলেও, নেই বাংলাদেশ।

জিম্বাবুয়ের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর অবাক করা ব্যাপার হলো, ম্যাচটি মাঠে বসে উপভোগ করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঠে বসে জিম্বাবুয়ের ব্যাটিং দেখছেন মাশরাফি।

লাইভ ম্যাচে ক্যামেরা মাশরাফির দিকে তাক করতেই ধারাভাষ্যকার বলে উঠেন, ওহ, মাশরাফি, বাংলাদেশ অধিনায়ক! হয়ত শ্রীলঙ্কার খেলা দেখতে মাঠে এসেছেন তিনি।

কারণ বাংলাদেশের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবার লঙ্কানদের মুখোমুখি হবে মাশরাফিরা।

দীর্ঘ সময় বাংলাদেশের হেড কোচ থাকা চন্দিকা হাতুরুসিংহে এখন শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছেন। কাকতালীয়ভাবে প্রথম সিরিজ পড়েছে বাংলাদেশের মাটিতে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে।
১৭ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে