বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ০৬:১০:২৪

বড় ধরণের সুখবর পেলেন স্টোকস, কেটে গেল দুশ্চিন্তা!

বড় ধরণের সুখবর পেলেন স্টোকস, কেটে গেল দুশ্চিন্তা!

স্পোর্টস ডেস্ক: মামলা প্রক্রিয়াধীন থাকায় অ্যাশেজ সিরিজে বেন স্টোকসকে নেয়নি ইংল্যান্ড। খেলানো হচ্ছে না চলতি ওয়ানডে সিরিজেও। তবে এবার বড় ধরণের সুখবর পেলেন স্টোকস, কেটে গেল দুশ্চিন্তাও! এবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার নতুন করে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে ব্রিস্টলের আদালতে। দুশ্চিন্তা ছিল, স্টোকস বোধ হয় টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবে না। তবে শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে দলে ফেরানোরই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

ব্রিস্টলে নাইটক্লাবের সামনে মারামারির পর মামলাটা এখনও কাঁধে বয়ে বেড়াচ্ছেন স্টোকস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট (ইসিবি) সিদ্ধান্ত নিয়েছিল, মামলার সুরাহা না হলে এই অলরাউন্ডারকে দলে নেয়া হবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট আর ওয়ানডেতে বাইরেই রাখা হয় তাকে।

তবে এবার সিদ্ধান্ত বদলেছে ইসিবি। জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন স্টোকস। ইসিবি এক বিবৃতিতে বলেছে, 'বোর্ডে আলাপ আলোচনায় সব কিছু বিবেচনায় আনা হয়েছে। এরপর ইসিবি বেন স্টোকসকে দলে বিবেচনার বিষয়টিতে সম্মত হয়েছে।'
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে