বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ০১:৪৭:১৯

জিম্বাবুয়ের কাছে হেরে বুকভরা কষ্ট নিয়ে যা বললেন ম্যাথুস

জিম্বাবুয়ের কাছে হেরে বুকভরা কষ্ট নিয়ে যা বললেন ম্যাথুস

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে তারা জিম্বাবুয়ের কাছে হেরে গেছে। হারের হতাশা থাকলেও উদ্বিগ্ন নন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

বুধবার মিরপুরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে তোলে ২৯০ রান। ২৭৮ রানে অলআউট হয়ে ১২ রানে হেরেছে শ্রীলঙ্কা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাথুস বলেন, 'আমরা কিছুটা হতাশ। আমরা শুরু থেকেই ছন্নছাড়া ছিলাম। বল হাতে আমরা বাজে শুরু করেছি। প্রথম ১০ ওভারে আমরা ওদের ভালো শুরুর সুযোগ দিয়েছি। মিডল অর্ডারে আমরা কিছুটা ভালো করেছি। ওদের হাতে উইকেট ছিল, শেষ কয়েক ওভারে সেটা কাজে লাগিয়েছে। পিসারা ও আসেলা ভালো বোলিং করেছে। আমাদের আরো ভালো করা উচিত ছিল।'

জিম্বাবুয়েকে খাটো করে দেখেই কি এই হার? ম্যাথুস বললেন, 'আমি গতকালই বলেছিলাম, আমরা কোনো দলকেই ছোট করে দেখি না। আমরা জানি জিম্বাবুয়ে খুবই ভালো দল। গত দুই বছরে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে, বিশেষ করে ঘরের মাঠে। এখান থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে। আমাদের সামনে আরো তিন আছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।'

শ্রীলঙ্কার পরের ম্যাচ বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন ম্যাথুস, 'শেষ দুই বছরে ঘরের মাঠে তারা সব শীর্ষ দলকে হারিয়েছে। কঠিন এবং চ্যালেঞ্জিং হবে। আমাদের আজকের মতো খেললে হবে না।'
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে