বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ০১:৫২:১৬

শাড়ী পরে ম্যারাথন দৌড়ে গিনেজ বুক-এ ভারতীয় নারী!

শাড়ী পরে ম্যারাথন দৌড়ে গিনেজ বুক-এ ভারতীয় নারী!

স্পোর্টস ডেস্ক: শাড়ী পরে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে অসাধারণ কীর্তি গড়ার পাশাপাশি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুললেন এক ভারতীয় নারী।

জয়ন্তী সমপতকুমার (৪৪) নামের ওই নারী পেশায় একজন তথ্য প্রযুক্তিবিদ। তিনি ভারতের হায়দারাবাদ রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে।

সম্প্রতি মুম্বাই ম্যারাথনে তিনি শাড়ি পরে অংশগ্রহন করে দৌড় শেষ করার অনন্য নজির গড়েছেন। এক ব্যক্তি কিছুদিন আগে বিজনেস স্যুট পরে হাফ ম্যারাথন দৌড়ে বিশ্বরেকর্ড গড়েন।

এ ঘটনায় অনুপ্রাণিত হয়ে তিনি ম্যারাথন দৌড়ে শাড়ী পরে অংশগ্রহনের সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন: ফিলিস্তিনকে অর্ধেক অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

তিনি বলেন, 'তাঁতের প্রদর্শনীর বরাবরই খুব ভক্ত আমি।'তাঁতশিল্পীরা রকমারি শাড়ির নকশা তৈরী করেন, তা দেখতে খুব পছন্দ করি।'

জয়ন্তী সমপতকুমার মুম্বাই ম্যারাথনে অংশ নিয়ে ৪ ঘন্টা ৫৭ মিনিট ৪৪ সেকেন্ডে দৌড় শেষ করেন। আর তা করেন শাড়ী পরেই।

তথ্যসূত্র: ইন্ডিয়ান টাইমস
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে