বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৮:২০

প্রথম শ্রেণির ক্রিকেট রাজ্জাকের ৫০০ উইকেট

প্রথম শ্রেণির ক্রিকেট রাজ্জাকের ৫০০ উইকেট

স্পোর্টস ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ উইকেট শিকারের কৃতিত্ব গড়েছেন স্পিনার খান আবদুর রাজ্জাক। বিসিএলে সাদমান ইসলামের উইকেট নিয়ে মাইলফলক স্পর্শ করেন দেশের অন্যতম সেরা এই স্পিনার।

এমন অর্জনকে অসাধারণ বলেছেন রাজ্জাক। একইসঙ্গে জানিয়েছেন, এ বয়সেও মাঠের খেলা উপভোগ করছেন। যতদিন উপভোগ করবেন ততদিনই খেলে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন ৩৫ বছর বয়সী এই স্পিনার।

ক্রিকেটে আসা ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। চেষ্টা করেছেন পেস বোলার হতেও। কিন্তু এখন আব্দুর রাজ্জাক বাংলাদেশের ক্রিকেটের সেরা একজন স্পিনারের নাম।

সংক্ষেপে তাকে ডাকা হতো রাজ নামে। আবদুর রাজ্জাক রাজত্বই করেছেন বাংলাদেশের ক্রিকেটে। একটানা দশ বছর। স্পিন বিষে কাবু করেছেন বিশ্বসেরা সব ব্যাটসম্যানদের। বিশ্বের প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে করেছেন হ্যাটট্রিক। বাংলাদেশের বোলিং অ্যাটাক আগলে রেখেছেন দীর্ঘদিন। প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে ২০০ উইকেট তার নামের পাশে।

পরিসংখ্যানের খাতা ঘাঁটলে আরো অনেক তথ্যই পাওয়া যাবে আবদুর রাজ্জাকের নামে। তবে ২০১৪ সালে দল থেকে ছিটকে পড়ার পর আর সুযোগ মেলেনি লাল-সবুজের জার্সিতে। আবদুর রাজ্জাক থেমে থাকেননি। নীরবে-নিভৃতে যখন যেখানেই খেলছেন, পারফর্ম করে নিজেকে চিনিয়েছেন।

এবার আরেকটি পালক যুক্ত হলো সাফল্যের মুকুটে। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক। অনন্য-অনবদ্য অর্জন। ছুঁয়ে যাচ্ছে তাঁকেও।

রাজ্জাক বলেন, বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো কারও ৫০০ উইকেট; বোলার হিসেবে আমার বড় অর্জন।

বেলায় বেলায় গড়িয়েছে বহুদিন। রাজের বয়সও নেহাত কম হয়নি। সমবয়সীদের অনেকেই নেই এখন ক্রিকেটে। তবে রাজ ক্রিকেট উপভোগ করছেন। খেলে যেতে চান যতদিন উপভোগ করেন ততদিন।

তিনি আরও বলেন, যতদিন খেলা উপভোগ করব, ততোদিন খেলে যাব। এখনও উপভোগ করছি, তাই আপাতত অবসরের সম্ভাবনা নেই।

সতীর্থরা বিশ্বক্রিকেটে নয়া পরাশক্তি। কাঁধে কাঁধ মিলিয়ে একসময় রাজও ছিলেন তাদেরই দলে। আরেকবার সুযোগ মিলবে কিনা সেই তর্ক তোলাই থাক। কিন্তু আবদুর রাজ্জাক সবসময়ই থাকবেন দর্শকহৃদয়ে আর রেকর্ড বইয়ের পাতায়।
১৮ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে