বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:১৬:১৪

মুস্তাফিজ-এনামুলের কাছে মাশরাফির একটাই চাওয়া

মুস্তাফিজ-এনামুলের কাছে মাশরাফির একটাই চাওয়া

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ আড়াই বছর পর ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশের এক সময়ের তারকা ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ম্যাচে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হলেও তার নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস ফুটে উঠেছে। আর একই ম্যাচে স্বরুপে ফিরেছিলেন কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান।

তাই এই দুই সতীর্থের এমন দারুণ প্রত্যাবর্তনে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অনেকটাই নির্ভার টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তাদের প্রতি অধিনায়ক একটাই চাওয়া সামনের ম্যাচগুলোও যেনো আরও ভালো খেলে মুস্তাফিজ-এনামুল।বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি এমন কথাই বলেছেন।

মাশরাফি বলেন, ‘প্রায় আড়াই বছর পর দলে ফিরে এনামুল যেভাবে খেলেছে, আমরা ঠিক এটাই চাই যে সে ভীতিহীন ক্রিকেট খেলুক। অবশ্যই ওর জায়গা থেকে রানটাকে বড় করার শতভাগ সুযোগ ছিল। টিমের স্কোরও ওইরকম ছিল না যে আমাদের পক্ষ থেকে কোনো চাপ ছিল। ও যেভাবে ব্যাটিং করেছে আমরা তাকে শতভাগ ব্যাকআপ করবো। কারণ ও খুবই ইতিবাচক এবং ওর মাইন্ডসেট যেভাবে ঠিক সেটাই।'

বিজয়ের পাশাপাশি আরেক নির্ভীক সতীর্থ মোস্তাফিজুর রহমানের বোলিংও আগামী ম্যাচে মাশরাফিকে নির্ভার রাখছে।

শুক্রবার বেলা ১২টায় শ্রীলঙ্কা বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়াইনদের বিপক্ষে জয় পেয়ে এগিয়েই থাকবে মাশরাফির দল। অন্যদিকে নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে