বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৪:২১

আইসিসির 'প্লেয়ার অব দ্য ইয়ার' নির্বাচিত হলেন হাসান আলী

আইসিসির 'প্লেয়ার অব দ্য ইয়ার' নির্বাচিত হলেন হাসান আলী

স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি।  প্রকাশিত তালিকায় পাকিস্তানের হাসান আলী আইসিসির ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত করা হয়েছে হয়েছেন।

এবারে ক্রিকেটারদের মধ্যে সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।  আর টেস্টের সেরা হয়েছেন অজি ক্যাপ্টেন স্টিভেন স্মিথ।  পাশাপাশি ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার জিতে নিয়েছেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী।

সোশ্যাল সাইটে আইসিসি লিখেছে, ‘২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির আগে কেউ জানতই না হাসান আলী কে? গোটা টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে পাকিস্তানের শিরোপা জয়ে অন্যতম সারথী ছিলেন হাসান আলী।

২০১৬ সালে অভিষিক্ত হাসান আলীর।  ২৩ বছর বয়সী এই বোলারের বোলিং পরিসংখ্যানটা বেশ ভালো।  তার বোলিং গড় ১৪.৬৯ এবং ইকনোমি রেট ৪.২৯! ২০১৭ সালে ১৮ ওয়ানডেতে ১৭.০৪ গড়ে ৪৫ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।  অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ৫ উইকেট নিয়েছেন।  পাকিস্তানি বোলারদের মধ্যে তিনিই দ্রুততম সময়ে ২৪ ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

এছাড়া ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়কে দর্শকদের ভোটে বছরের সেরা মুহূর্ত হিসেবে ঘোষণা করেছে আইসিসি।  ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল পাকিস্তান। এর ফলে আইসিসি্র বড় কোন আয়োজনের ফাইনালে এটিই পাকিস্তানের প্রথম জয়।  পাশাপাশি বহু বছর পর ওয়ান্ডে ক্রিকেটে বড় কোন ট্রফি জিতলো সরফরাজের দল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে