শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৫:০৪

রাজ্জাক-তুষারের মান কি বোঝেন ক্রিকেটাররা?

রাজ্জাক-তুষারের মান কি বোঝেন ক্রিকেটাররা?

স্পোর্টস ডেস্ক: ১০ বছর আগে জাতীয় দল থেকে বাদ পড়েন তুষার ইমরান। এরপর তার ব্যাট হাতে যুদ্ধ চলেছে শুধু ঘরোয়া ক্রিকেটে। বিশেষ করে প্রথম শ্রেণির ম্যাচে তুষার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ১৫৪ ম্যাচে ২৫ সেঞ্চুরি ও ৫৪ ফিফটিতে করেছেন ১০০০০ রান।  প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০০ রানের কীর্তি তার। রাজ্জাক-তুষারের মান কি বোঝেন ক্রিকেটাররা?

কিন্তু ৩৪ বছর বয়সে এসে জাতীয় দলে ফেরার সম্ভাবনা এখন একেবারেই ক্ষিণ। অন্যদিকে ২০১৪-তে হঠাৎ করেই জাতীয় দল থেকে বাদ পড়েন দেশের হয়ে ওয়ানডেতে প্রথম ২শ’ উইকেট নেয়া আবদুর রাজ্জাক। কিন্তু বসে থাকেননি।

ঘরের ক্রিকেটে বল হাতে লড়াই করে যাচ্ছেন। তার ফলও পেয়েছেন। ১১৩ প্রথম শ্রেণির ম্যাচে  বাংলাদেশের একমাত্র ৫শ’ উইকেটের মালিক এখন তিনি। কিন্তু এরপরও ৩৫ বছর বয়সী এ  স্পিনারের জাতীয় দলে সুযোগ এখন অনেকটাই দূরের স্বপ্ন। তবে এমন কীর্তিতে কি সম্মান পাবেন তারা? বিসিবি কি তাদের মূল্যায়ন করবে! এছাড়াও তাদের এ অবদানে ক্রিকেটারদের ভাবনাটাও কতটুকু? তাদের প্রতি ওয়ানডে দলের অধিনায়ক মাশরফি বিন মুর্তজা জানিয়েছেন পূর্ণ সম্মান। আর তরুণ প্রজন্মের প্রতি বলেন, এ দুই লড়াকু ক্রিকেটারকে অনুসরণ ও অনুকরণ করতে। মাশরাফি বলেন, ‘আমরা একটু আগে বাসে আসার সময়ও তাদের নিয়ে কথা বলছিলাম। তুষার ইমরান ১০ হাজার রান করেছে, রাজ্জাক ৫০০ উইকেট পেয়েছে। তাদের যে সম্মানটা মন থেকে দেয়া দরকার খেলোয়াড়দের দিক থেকে দেয়া হচ্ছে। তাদের সঙ্গে কথা বললেই আমার বিশ্বাস আপনারা এটা পরিষ্কার হবেন। আর আপনাদেরও কিছুটা দায়িত্ব থাকেই।’

মাশরাফি বলেন, ‘যে বয়সে এসেছে, আমি মনে করি না তাদের সামর্থ্য নাই। কিন্তু এখনো তারা ক্লাবের প্রতি নিবেদিত প্রাণ। যে ডেডিকেশন নিয়ে খেলে যাচ্ছে সেটা অনেক বড়, তাদের ফলো করা উচিত। তাদের থেকে এতটুকু বলবো, নতুন বা ইমার্জিং খেলোয়াড়দের অনেক কিছু শেখার আছে। আমাদের মানসিকতা থাকে, সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকরা কী বলছে সেটা ফলো করা। আমি মনে করি তাদের কাছ থেকে শিখে এসে এখানে খেলা উচিত। ক্রিকেট নিয়ে ডেডিকেশন থাকলে কী করা যায়। ফার্স্ট ক্লাসে ৫০০ বা ১০০০০ রান কোনো হেলাফেলা নয়। এটা আসলেই করে ফেলবে এমন কিছু নয়। সেজন্য তাদের ১৭-১৮ বছর খেলতে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সব না। সুস্থ থেকে এতদিন খেলে গেছে, তাদের যে সম্মানটা দেয়া দরকার সেটা খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা দিতে চাই এবং দিচ্ছি। হয়তো আনুষ্ঠানিক কিছু সম্ভব হয়নি।
১৭ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে