শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:২০:১৭

বাংলাদেশের বোলারদের ভয় দেখিয়ে যা বললেন শ্রীলঙ্কার সেই কোচ

বাংলাদেশের বোলারদের ভয় দেখিয়ে যা বললেন শ্রীলঙ্কার সেই কোচ

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও শ্রীলঙ্কা হার মেনেছে জিম্বাবুয়ের কাছে। বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় তারা। শুক্রবার দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। যা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

শক্তিমত্তায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা সমান সমান। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় কিছুটা সুবিধা পাবে বাংলাদেশ। তার উপর বাংলাদেশের রয়েছে মুস্তাফিজ, রুবেল, মাশরাফির মতো বোলার।

তবে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামাবিরা বাংলাদেশের বোলারদের ভয় দেখালেন। তিনি জানিয়েছেন বাংলাদেশের বোলারদের জন্য তাদের আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক বোলারকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। আমি নির্দিষ্ট করে কাউকে নিয়ে কিছু বলতে পারব না। তবে বাংলাদেশের কিন্তু ভালো মানের স্পিনারও রয়েছে।’

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হওয়ার আগে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক ছিলেন সামারাবিরা। আবারো তিনি বাংলাদেশে আসতে পেরে আনন্দিত, ‘আমি খুবই আনন্দিত ১৮ মাস পর মিরপুরে আসতে পেরে। নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। গেল বছরটি আমাদের ভালো যায়নি। চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে একটি ভিন্ন দল হিসেবে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি নতুন বছরে আমরা পরিস্থিতির পরিবর্তন করতে পারব।’

জিম্বাবুয়ের বিপক্ষে ইনজুরিতে পরেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তার বিষয়ে সামারাবিরা বলেন, ‘এখন সে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। সে কালকের ম্যাচে খেলবে কী খেলবে না সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নিব। আমি মনে করি সে হ্যামস্ট্রিং এর সমস্যায় পড়েছে। নিশ্চিত নই। আমরা বিশেষজ্ঞের নির্দেশনার অপেক্ষায় আছি।’
১৯ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে