শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:০০:১০

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের পরিকল্পনা জানালেন মাশরাফি

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের পরিকল্পনা জানালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ কিংবা কোচ নিয়ে না ভেবে, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে ম্যাচ জিততে চায় বাংলাদেশ। জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। এদিকে, প্রথম ম্যাচে হারলেও এবার ঘুরে দাঁড়াতে চায় লঙ্কানরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। প্রথম ম্যাচেই বড় জয়। তামিম নটআউট ফিফটি।

মোস্তাফিজ-রুবেলের ছন্দময় বোলিং। শুরুতেই সাকিবের ব্রেক থ্রু। সবমিলিয়ে বছরের প্রথম ম্যাচে টাইগারদের পারফরম্যান্স দশে দশ। বিপরীত অবস্থা লঙ্কানদের। হাথুরুর নেতৃত্বে নতুন শুরুর খোঁজে থাকা লঙ্কানদের হার জিম্বাবুয়ের কাছে। আত্মবিশ্বাস তলানিতেই। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের পরিকল্পনা জানালেন মাশরাফি।

নিজেদের মাঠে চিরপরিচিত উইকেটে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। তবে আত্মতৃপ্তি নয়, ক্যাপ্টেন মাশরাফির আহ্বান ছন্দ ধরে রাখার আর নিজেদের স্বাভাবিক খেলার।

মাশরাফি বলেন, 'ম্যাচটা খেলতে হবে, ভাল খেলতে এবং জিততে হবে। আর এর বাইরে কোনো কিছু চিন্তার করার সুযোগ নেই। এর বাইরে অন্য বিষয় নিয়ে চিন্তা করলে আল্টিমেটলি চাপ বাড়ে'।

প্রতিপক্ষ শিবিরে থাকা সদ্য-সাবেক গুরু হাথুরুসিংহে প্রসঙ্গ এলো ঘুরেফিরেই। দলীয় কম্বিনেশনও একটা চ্যালেঞ্জ। মাশরাফির জবাব সোজাসাপ্টা। প্রথম ম্যাচেই হারা লঙ্কানরা স্রেফ ঘুরে দাঁড়ানোর খোঁজে। সিরিজে ফেরার আপ্রাণ প্রচেষ্টা চালাবে তারা।

শ্রীলঙ্কার সামারাবিরা জানান, গেল ম্যাচের উইকেটটা ভালো ছিল। আসলে আমরাই আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। কালকের ম্যাচে আমরা যদি আগের ম্যাচের ভুল শোধরাতে পারি তাহলেই ভালো। এখনো আমাদের সিরিজ শেষ হয়ে যায়নি। আশা করি কালকেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো।

ক্রিকেটীয় ইতিহাস আর পরিসংখ্যানের বিচারে এগিয়ে লঙ্কানরা। তবে সাম্প্রতিক পারফরম্যন্সের বিচারে টাইগাররা এগিয়ে অনেকখানি। চাপটা বেশি তাই লঙ্কানদের উপরই।
১৯ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে