শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২২:১৫

মুমিনুলের সামনে হ্যাটট্রিকের সুযোগ

মুমিনুলের সামনে হ্যাটট্রিকের সুযোগ

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। অথচ তিনিই কিনা জায়গা পান না ওয়ানডে দলে। চলমান ত্রিদেশীয় সিরিজের দলেও যথারীতি ব্রাত্য মুমিনুল হক।

তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে না পারলেও প্রতিভাবান এই ব্যাটসম্যান সময় কাটাচ্ছেন ঘরোয়া জার্সি গায়ে, বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএল খেলে। ৯ ও ১৫ জানুয়ারি শুরু হওয়া বিসিএলের প্রথম দুই রাউন্ডের নিজের দলের ম্যাচ দুটি মুমিনুলের কাছে একটি বিশেষ হয়েই থাকবে। এই দুই ম্যাচেই যে মুমিনুল পেয়েছেন সেঞ্চুরি, যা তাকে দাঁড় করিয়ে রেখেছে টানা তিন ম্যাচে সেঞ্চুরি, তথা হ্যাটট্রিক সেঞ্চুরির সামনে!
 
বিসিএলের প্রথম রাউন্ডে ২৫৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছিলেন, যা ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। এরপর দ্বিতীয় রাউন্ডের খেলার শেষদিনে এবং শেষ ইনিংসে বৃহস্পতিবার খেলেন ১০৭ রানের আরও একটি ঝলমলে ইনিংস। তার সেঞ্চুরির দিনে ড্র নিয়ে মাঠ ছেড়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল।

আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে চলমান বিসিএলের তৃতীয় রাউন্ড। এই রাউন্ডে মুমিনুল মাঠে নামবেন ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে। ঐ ম্যাচের দুই ইনিংসের অন্তত একটিতে একশ ছাড়ানো স্কোর করতে পারলেই টানা তিন ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুমিনুল।

সেঞ্চুরি করতে কেমন লাগে? সব ব্যাটসম্যানেরই উত্তর হওয়ার কথা, ‘ভালো’। মুমিনুলেরও তাই। টানা দুই ম্যাচে সেঞ্চুরি শেষে আউট হয়ে যাওয়ার কিঞ্চিত আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘সেঞ্চুরি করতে পারলে ভালোই লাগে। অপরাজিত থাকলে আরও ভালো লাগত। আউট হয়ে গেছি!’

অবশ্য টেস্ট স্পেশালিষ্ট এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটের সাথে মেলাতে চাইলেন না ঘরোয়া ক্রিকেটকে। তিনি বলেন, ‘ঘরোয়া প্রথম শ্রেণি আর টেস্ট, দুই জায়গার পরিবেশ ভিন্ন। টেস্টের সঙ্গে প্রথম শ্রেণির তুলনা করা যাবে না। টেস্টের চাপ এখানে অতটা থাকে না। আমার খেলার কাজ খেলছি।’
১৯ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে