শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০৬:১১:০৬

এবার ক্রিকেটবিশ্বে বিরল নজির ঘটল, আইপিএলের আগেই ব্যাট-বলে বিস্ফোরণ!

এবার ক্রিকেটবিশ্বে বিরল নজির ঘটল, আইপিএলের আগেই ব্যাট-বলে বিস্ফোরণ!

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারতের সময়টা মোটেই ভাল কাটছে না। সেই দক্ষিণ আফ্রিকাতেই এবার ক্রিকেটের মহাকীর্তি। এক ওভারে উঠল ৩৭ রান! ক্রিকেটবিশ্বে বিরল নজির ঘটল এবারই আইপিএলের আগেই ব্যাট-বলে বিস্ফোরণ! তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, এই বিরল নজির ঘটল প্রথম শ্রেণির ক্রিকেটে।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে নিয়মিত নন জেপি ডুমিনি। সেই ডুমিনির ব্যাটেই এবার বিস্ফোরণ। ঘরোয়া একদিনের মোমেন্টাম টুর্নামেন্ট-এ কেপ কোবরাসের হয়ে নাইটদের বিরুদ্ধে এমন কাণ্ড ঘটান তিনি। ম্যাচে বাঁ হাতি তারকা লেগস্পিনার এডি লেলির এক ওভারে নিলেন ৩৭ রান!

প্রথম চার বলে চারটি ওভার বাউন্ডারি। পঞ্চম বলটি ছিল নো বল। সেই বলে দু’রান নেন। অতিরিক্ত ডেলিভারিতে ডুমিনি বাউন্ডারি হাঁকান। শেষ বলে ফের ছয় মারেন তিনি। সবমিলিয়ে বোলারকে তুলোধোনা করে ডুমিনি এক ওভারে করেন ৩৭ রান! আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের এই তারকা ক্রিকেটার ৩৭ বলে ৭০ রান করেন সংশ্লিষ্ট ম্যাচে। দক্ষিণ আফ্রিকার লিস্ট 'এ' ক্রিকেটে এক ওভারে কোনও ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ রান তোলার রেকর্ড।

এক ওভারে সবথেকে বেশি রান খরচ করার তালিকায় দ্বিতীয় বোলার হলেন লেলি। এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির রয়েছে বাংলাদেশের আলাউদ্দিন বাবুর। পাঁচ বছর আগে বিপিএল-এর একটি ম্যাচে তিনি এক ওভারে ৩৯ রান দিয়েছিলেন। ক্রিজের অন্য প্রান্তে ব্যাট করছিলেন জিম্বাবোয়ের এল্টন চিগুমবুরা। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের যুবরাজ সিংহ ও দক্ষিণ আফ্রিকারই হার্শেল গিবস। তাঁরা দু’জনেই এক ওভারে ছয়টি ওভার বাউন্ডারি সমেত করেছিলেন ৩৬ রান।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে