রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ০৮:২৯:১৬

হাথুরুসিংহকে নিয়ে এবার যা বললেন সুজন

হাথুরুসিংহকে নিয়ে এবার যা বললেন সুজন

স্পোর্টস ডেস্ক :  এরইমধ্যে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।  গতকাল শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা।  তবে তৃতীয় টাইগারদের গেমপ্ল্যানে কিছুটা পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

 শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফটের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুজন।  হাথুরুসিংহকে নিয়ে এবার কথা বললেন সুজন। সেখানে বলেন, 'হয়ত কিছু টেকটিক্যাল চেঞ্জ থাকবে (পরের ম্যাচে)।  সেটা অন্য ব্যাপার।  কিন্তু উইনিং কম্বিনেশন ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। '

এছাড়াও টাইগারদের সাবেক কোচ হাথুরুসিংহে প্রসঙ্গে তিনি বলেন, 'আমি আসলে হাথুরুসিংহের ব্যাপারটাই আনতে চাই নাই বাংলাদেশ দলের মধ্যে।  আমি মনে করি, যে চলে গেছে তাকে নিয়ে আলাপ করাটাই বোকামি।  কারণ তিনি পেশাদার।  তিনি তার মতো সিদ্ধান্ত নিয়েছেন। 

(শ্রীলঙ্কার) দায়িত্ব নেওয়ার পর হয়তো তার প্রথম অ্যাসাইনমেন্টটা বাংলাদেশে পড়েছে।  তাই কথা বেশি হয়েছে।  কিন্তু আমাদের মাথায় কেবল দল কিভাবে আরও সামনে যাবে সেই চিন্তাই ছিল।  আমরা যাতে ভালো ক্রিকেট খেলতে পারি, আমরা আমাদের শক্তি ও দূর্বলতা নিয়ে অনেক কাজ করেছি। '

তিনি আরও বলেন, 'আমি আগেও বলেছি, আমাদের ফাস্ট বোলিং নিয়ে আমরা অনেক কাজ করেছি।  আমাদের সিনিয়র ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে টানা পারফর্ম করে যাচ্ছে।  আমাদের তরুণ ক্রিকেটাররাও যদি সিনিয়রদের সাথে মিলে পারফর্ম করা শুরু করে, তাহলে আমার মনে হয়, আমরা একটা সময় অপরাজেয় হতে পারবো।  তো ওইটাই আসল, চন্ডিকার ব্যাপারটা আমাদের মাথায় আসেনি খুব একটা। '

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে