সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:২৯:৪১

ঘটে গেল বড় দুঃখজনক ঘটনা, অনুশীলনের সময় মাথায় বল মারা গেলেন ক্রিকেটার মিরাজুল

ঘটে গেল বড় দুঃখজনক ঘটনা, অনুশীলনের সময় মাথায় বল মারা গেলেন ক্রিকেটার মিরাজুল

স্পোর্টস ডেস্ক: ফিল হিউজ। ক্রিকেট ইতিহাসের এক বেদনার নাম। ক্রিকেট মাঠে বল লেগে খুব কম বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। আবার সেই স্মৃতি ফিরে আসল ক্রিকেট মাঠে, ঘটে গেল বড় দুঃখজনক ঘটনা। এবার অনুশীলনের সময় মাথায় বল লেগে নিহত হলেন ভারতের নবদ্বীপের এক দৃষ্টিহীন ক্রিকেটার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল রবিবার নবদ্বীপ ব্লাইন্ড স্কুলের ছাত্র মিরাজুল মল্লিক বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল। সেসময়ই সহপাঠী বোলারের ছোড়া একটি বাউন্সার তার মাথায় এসে লাগে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন ক্রিকেটার মিরাজুল। দ্রুত সময়ের মধ্যে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই জীবনদীপ নিভে গেছে মিরাজুলের।

১৯৯৮ সালে ঢাকার ঘরোয়া লিগে মেহরাব হোসেন অপির একটি শট গিয়ে লেগেছিল শর্ট লেগে দাঁড়ানো আবাহনীর ভারতীয় ক্রিকেটার রমন লাম্বার মাথায়। তিন দিন হাসপাতালে থেকে মারা যান তিনি।

এরপর ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের ভয়ংকর এক বাউন্সার মাথায় আঘাত করে হিউজের। তিনিও তিনদিন যমের সঙ্গে লড়াই করে হেরে যান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে