মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৩৬:৪৮

ডিপিএলে সাইফের প্রথম সেঞ্চুরি

ডিপিএলে সাইফের প্রথম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক সাইফ হাসান ব্যাট হাতে সাম্প্রতিককালে দারুণ ফর্মে আছেন। কিছুদিন আগে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন সাইফ। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখলেন চলমান ঢাকা প্রিমিয়ার লীগের আসরেও।

আজ সকাল ৯ টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছে সাইফের দল আবাহনী। আর দলের পক্ষে খেলতে নেমেই দুর্দান্ত একটি শতক হাঁকিয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক।

এই ম্যাচ শুরুতে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রাদার্স দলপতি কাপালি। এর পর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আনামুল হক বিজয় এবং সাইফ হাসানের ব্যাটে শুভ সূচনা পায় নাসিরের দল।

এই দুই ব্যাটসম্যান জুটি গড়েন ৮৪ রানের। কিন্তু ৪১ রান করা বিজয়কে নিজের বলে ফিরতি ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন ব্রাদার্সের অধিনায়ক কাপালি। এরপর নাজমুল হাসান শান্তকে সাথে নিয়ে ৯৩ রানের আরেকটি বাম্পার জুটি গড়েন সাইফ।

তবে দলীয় ১৭৭ রানে দুর্ভাগ্যক্রমে রান আউটের শিকার হয়ে ফিরতে হয়েছে শান্তকে। তবে শান্ত ফিরলেও দারুণ ব্যাট করে চলমান ডিপিএলে নিজের প্রথম শতক ঠিকই তুলে নেন  সাইফ হাসান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সাইফ অপরাজিত আছেন ১০০ রানে।  আবাহনীর দলীয় স্কোর ২ উইকেটে ১৯১ রান (৩৮ ওভার)। সাইফের সাথে ১০ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক নাসির হোসেন।  

আবাহনী লিমিটেড একাদশ-

আনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম, সাকলাইন সজীব, তাসকিন আহমেদ।

ব্রাদার্স ইউনিয়ন একাদশ-

মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মাইশুকুর রহমান, অলোক কাপালি (অধিনায়ক), জন সিম্পসন, ইয়াসির আলি, সোহরাওয়ার্দি শুভ, মেহেদি হাসান রানা, ওয়াহিদুল আলম, খালেদ আহমেদ , ইফতেখার সাজ্জাদ
১৩ ফেব্রুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে