শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:১৪:০৯

সাকিব: ‘আজ লাইভে আসার বিশেষ একটা কারণ আছে...

সাকিব: ‘আজ লাইভে আসার বিশেষ একটা কারণ আছে...

স্পোর্টস ডেস্ক: ভ্রমণ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল বুকিং বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার ফেসবুক লাইভে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ফেসবুক লাইভে সাকিব আল হাসান বলেন, ‘আজ লাইভে আসার বিশেষ একটা কারণ আছে। ট্রাভেল বুকিং এর সাথে আজ আমার একটা চুক্তি স্বাক্ষরিত হলো। ট্রাভেল বুকিং সম্পর্কে আমি অনেকের কাছেই শুনেছি। আশা করছি, আমার ভালো একটা এক্সপেরিয়েন্স হবে। যারা এই সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফিডব্যাক দিয়েছেন। আমিও আপনাদের ফিডব্যাক দিতে পারব যখন আমি আমার এক্সপেরিয়েন্সটা করতে পারব। এর মাঝে আপনারাও এক্সপেরিয়েন্স করে দেখতে পারেন এবং আমাকেও ফিডব্যাক দিতে পারেন।’

ইনজুরির কারণে বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরিতে আক্রান্ত হন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে ছিটকে যান সাকিব আল হাসান। আশা করা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও তিনি ছিটকে যান।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে