শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:০৬:৩৫

‘কোহলিকে চেনাতে অক্সফোর্ডের নতুন অভিধান লাগবে’

‘কোহলিকে চেনাতে অক্সফোর্ডের নতুন অভিধান লাগবে’

বিনোদন ডেস্ক: ওয়ানডেতে ৩৫তম সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলিকে বর্ণনা করতে অক্সফোর্ডের নতুন অভিধান লাগবে বলে মন্তব্য করেছেন রবী শাস্ত্রী। একদিনের ক্রিকেটে শচীনের শতক ৪৯টি। কোহলি এখন দ্বিতীয়। ৩০টি নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং তৃতীয়। এই ৩০টি শতক করতে পন্টিং খরচ করেছিলেন ৩৪৬ ইনিংস। ২৯টি সেঞ্চুরি করতে শচীনের লেগেছিল ২৬৫ ইনিংস। কোহলি সেখানে ১৮৬ ইনিংসে!

শুক্রবার সাউথ আফ্রিকার বিপক্ষে ৫-১ ব্যবধানে সিরিজ জেতার ম্যাচে সর্বশেষ শতক হাঁকান কোহলি। এই সিরিজে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০’র বেশি রান করেন।

২৯ বছর বয়সী কোহলি দিনকে দিন যা করছেন, তাতে বিস্ময়ের ঘোর কাটছে না কিংবদন্তি শাস্ত্রীর, ‘কোহলিকে চেনাতে আমার একটি পরামর্শ আছে। ওকে নিয়ে কিছু লিখলে, আগে আমি বইয়ের দোকানে যেতাম। তারপর তার প্রশংসা করতে অক্সফোর্ডের সর্বশেষ অভিধান খুঁজতাম। যাতে আমার শব্দ ভাণ্ডার আরও উন্নত হয়।’

সাউথ আফ্রিকায় এবারই প্রথম সেঞ্চুরি হাঁকান কোহলি। প্রথম ভারতীয় হিসেবে এক সিরিজে তিনটি শতকের মালিক তিনি। শাস্ত্রী মনে করেন কোহলিই এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান। ‘শুধু গড়ের দিক থেকে নয়। সে যেভাবে দলের জয়ে ভূমিকা রাখছে, প্রচুর রান করছে, তাতে নিঃসন্দেহে তাক সেরা ব্যাটসম্যান বলা যায়।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে