সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:০৭:২৫

এক ম্যাচে ১০ লাল কার্ড, আট হলুদ কার্ড

এক ম্যাচে ১০ লাল কার্ড, আট হলুদ কার্ড

স্পোর্টস ডেস্ক: একটি ফুটবল ম্যাচে ১০টি লাল কার্ড ও আটটি হলুদ কার্ড! শুনলে হয়তো অবাক হবেন। কিন্তু অবাক হলেও বিষয়টি সত্য। এমনই একটি ঘটনা ঘটেছে ব্রাজিলের একটি ঘরোয়া টুর্নামেন্টে। ম্যাচটি শেষমেশ পরিত্যক্ত হয়েছে।

বাহিয়া স্টেট চ্যাম্পিয়নশিপে বাহিয়া বনাম ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচে এমন ঘটনাটি ঘটেছে। ম্যাচের প্রথমার্ধেই ছয় জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়। বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি পায় বাহিয়া। তা থেকে গোল করেন ভিনিসিয়াস। গোল করে নেচে উল্লাস করে বাহিয়ার খেলোয়াড়রা। এরপরই প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা বাহিয়ার খেলোয়াড়দের উপর চড়াও হয়। দুই দলের মধ্যে বেঁধে যায় মারামারি।

মারামারির কারণে ১৬ মিনিট খেলা বন্ধ থাকে। আটজন খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। আটজনের মধ্যে ভিক্টোরিয়ার তিনজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। আর বাহিয়ার পাঁচজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়।

মারামারির ঘটনার পর খেলা শুরু হওয়ার ১১ মিনিট পর ভিক্টোরিয়ার দুইজন খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে