সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:১০:২৪

বাংলাদেশের ভরাডুবির কারণ উল্লেখ করে এবার যা বললেন আফতাব

বাংলাদেশের ভরাডুবির কারণ উল্লেখ করে এবার যা বললেন আফতাব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উকেট হারিয়ে ২১০ রানের বড় ইনিংস গড়ে তুলে শ্রীলঙ্কা। ২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।  সেই সঙ্গে ৭৫ রানে জিতে টি-টোয়েন্টি সিরিজেও জয় পেল শ্রীলঙ্কা।

আর বাংলাদেশের এমন ভরাডুবির কারণ হিসেবে বাংলাদেশ দলে খুব দ্রুত এতো পরিবর্তন করাকেই দায়ী করছেন বাংলাদেশের দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের দলটা ভালোই খেলছিল।  শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ফেভারিট হয়েই মাঠে নেমেছি। কিন্তু কিভাবে কি হয়ে গেলো। কোচ নেই, তার একটা প্রভাব তো পড়েছেই মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা মনে হয় পরিকল্পনা ঠিকভাবে করতে পারিনি বা করলেও তার সঠিক বাস্তবায়ন করতে পারিনি।  দলে খুব বেশি পরিবর্তন হয়েছে।  যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে।  বেশি পরিবর্তনে দলে কিছু হলেও ভারসাম্যে প্রভাব পড়ে। '

তিনি আরও বলেন, 'নতুন যারা এসেছে তারা ঘরোয়া লিগে ভালো খেলেই এসেছে।  অনূর্ধ্ব-১৯ দলে ভালো খেলেছে।  অন্যান্য ঘরোয়া লিগেও ভালো খেলেছে।  সামর্থ্য আছে। তবে আমার মনে হয় দুই একজন খেলোয়াড়ের অভিষেক একটু আগেই হয়েছে।  আরেকটু পাকাপোক্ত করে দলে আনলে ভালো হতো।  সবারই মেধা আছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এসে আমার মনে হয় ঘাবড়ে গিয়েছে।  তারা মেধাবী সন্দেহ নেই; কিন্তু একটু বেশি আগে (অভিষেক) হয়ে গিয়েছে। '
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে