সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:০০:৫৯

তারপরেও মেসিকে পিছনে ফেললেন রোনালদো

তারপরেও মেসিকে পিছনে ফেললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়েনো রোনালদোর। চারিদিকেই সমালোচনায় ভাসছেন তিনি।  এমনকি দলের দুর্দিনে যেখানে কাছের জনদের কাছ থেকে সমর্থন পাওয়ার কথা সেখানে উল্টো পেতে হচ্ছে খোঁচা। কিন্তু তারপরেও পরিসংখ্যান লিওনেল মেসির চেয়ে তাকেই এগিয়ে রাখছে।

চলতি মৌসুমে কিছুটা ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদের এই প্রাণভোমরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৯ টি ম্যাচ খেলেছেন রোনালদো। আর এই ২৯ ম্যাচে ২৬ টি গোল করেছেন রোনালদো। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে রোনালদোর গোলসংখ্যা ০.৮৬।

অন্যদিকে লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসি এই মৌসুমে রোনালদোর চেয়ে ৯টি ম্যাচ বেশি খেলেছেন। মোট ম্যাচ খেলেছেন ৩৮ টি। আর এই ৩৮ ম্যাচে তার গোলসংখ্যা ২৭টি।  অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে মেসির গোলসংখ্যা ০.৭১।

লা লিগায় বার্সেলোনার তুলনায় অনেক পিছনে রিয়াল মাদ্রিদ। তবে পরিসংখ্যান বলছে, মেসির থেকে খুব বেশি পিছিয়ে নেয় রোনালদো। যেখানে প্রতি ম্যাচে মেসি গোল করেছেন ০.৮৩ গড়ে সেখানে ০.৮১ গড়ে গোল করেছেন রোনালদো। এমনকি চ্যাম্পিয়নস লিগের হিসেব করলে মেসির চেয়ে আরও বেশি এগিয়ে রয়েছেন রোনালদো। চলতি মৌসুমে ৭ ম্যাচ খেলে ১১ গোল করেছেন রোনালদো।  অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে রোনালদোর গোলসংখ্যা ১.৫৭।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে