সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:১০:৫৩

ম্যাচ-ফিক্সিং বিতর্কে গিবস-অশ্বিনের টুইটার যুদ্ধ

ম্যাচ-ফিক্সিং বিতর্কে গিবস-অশ্বিনের টুইটার যুদ্ধ

স্পোর্টস ডেস্ক: ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্সেল গিবস।  অন্যদিকে ভারতের স্পিন আক্রমণের অন্যতম অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন। ২২ গজের পিচে মুখোমুখি না হলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাগযুদ্ধে লিপ্ত হলেন গিবস ও অশ্বিন। আর সে সময় গিবসের ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টিও তুলে ধরেন অশ্বিন।

মূলত নাইকি কোম্পানির একটি বুটের ছবি দিয়ে ৩১ বছর বয়সী স্পিনার লিখেছিলেন, 'হেই বন্ধুরা, এইমাত্র আমার হাতে নাইকির নতুন বুট এসেছে। এটার ডিজাইন আশ্চর্য এবং ফোমের প্রযুক্তির কারণে এটি খুবই হালকা ও আরামদায়ক। নিঃসন্দেহেই আমার পরা সেরা রানিং বুট নিয়ে ওড়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। '

আর ওই পোস্টের নিচে সাবেক প্রোটিয়া ওপেনার কমেন্ট করেন, 'আশা করি তুমি এখনকার চেয়ে একটু দ্রুতগতিতে দৌড়াতে পারবে অশ্বিন।' এরপরেই অশ্বিন তীব্র এক প্রতিউত্তর দেন, 'অবশ্যই না, যতটা দ্রুত তুমি করেছিলে বন্ধু। দুঃখজনকভাবে আমি খুশি নই, যেমনটা তুমি ছিলে। কিন্তু আমি চমৎকার নৈতিক মানসিকতা নিয়ে খুশি। কারণ আমি খেলা নিয়ে ফিক্সিং করি না, যেটা আমার প্লেটে খাবার এনে দেয়। '

এর জবাবে গিবস আবার লিখেছেন, 'দেখছি, তুমি মজা নিতে পার না। যাই হোক, দ্রুতগতিতে এগুতে থাক।' এর উত্তরে অশ্বিনও লিখেছেন, 'আমি বিশ্বাস করি আমার প্রতিউত্তরও কৌতুকই ছিল। কিন্তু দেখুন, লোকে ও আপনি তা কিভাবে নিয়েছে। আমি পুরোপুরি মজা করেছি বন্ধু। কখনো আমরা একসাথে খাওয়া-দাওয়া করবো। '
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে