সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:১৭:২১

মারকরামকে অধিনায়ক করায় সমালোচনায় যা বললেন স্মিথ

মারকরামকে অধিনায়ক করায় সমালোচনায় যা বললেন স্মিথ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথে অধিনায়কত্ব পেয়েছে ২২ বছর বয়সে। গ্রায়েম স্মিথের নেতৃত্বে ২০০৩ সালের নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলে ছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। দুই সংস্করণেই নেতৃত্ব পান তিনি। যদিও তখন টি-টুয়েন্টি ছিল না।

এবার এই কিংবদন্তি অধিনায়ক মুখ খুললেন আইডেন মারকরামের নেতৃত্বের বিষয়টি নিয়ে। ২৩ বছরের এই যুবাকে ভারতের বিপক্ষে অন্তবর্তীকালিন অধিনায়ক করা হয়। সিরিজটি ৫-১ এ হেরেছে স্বাগতিকরা নিজেদের মাটিতে।

মারকরাম মাত্র দুটি ওয়ানডে খেলেই নেতৃত্ব পেয়েছেন।  কিন্তু ভারতের বিপক্ষে এই টপ অর্ডার ব্যাটসম্যানের ব্যর্থতা চোখে পড়ার মতো।  ৬ ম্যাচে তার রান যথাক্রমে ৯, ৮. ৩২, ২২, ৩২ ও ২৪।  সব মিলে ২১ গড়ে ১২৭ রান।

স্মিথ সোমবার বললেন, মারকরামকে অধিনায়ক করা 'সঠিক সিদ্ধান্ত ছিল না'। আমার মনে হয় না ওটা সঠিক সিদ্ধান্ত ছিল। স্মিথ বলেছেন, 'সবাই তার নেতৃত্ব নিয়ে কথা বলছে। আমার কাছ থেকেও কথা আসলে মনে হয় তাতে কিছু আসে যায় না। কারণ, আমিও খুব কম বয়সে নেতৃত্ব পেয়েছিলাম। আমি ভেবেছিলাম, ওটা অন্তর্বর্তীকালিন, স্থায়ী নয়। '

মারকরামের ক্ষেত্রে অন্তর্বর্তীকালিন ব্যাপারটি অন্তর্বর্তীকালিনই থেকে যাক, সেই আশা স্মিথের।  'আমি হলে তাকে দলে জায়গা পাকা করতে দিতাম আগে। ওয়ানডে দলের সাথে মানিয়ে নিয়ে নিয়মিত রান করার দিকে যেতে বলতাম।  দক্ষিণ আফ্রিকার অন্য খেলোয়াড়দের উঠে এসে এখন দায়িত্ব নেওয়া প্রয়োজন। '
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে