মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:৫৯:২২

বার্সা না চেলসি, কাকে বেছে নিলেন রিভালদো?

বার্সা না চেলসি, কাকে বেছে নিলেন রিভালদো?

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ রাতে লন্ডনের ক্লাব চেলসির মুখোমুখি হবে স্পানিশ জায়ান্ট বার্সালোনা। বার্সা না চেলসি, কাকে বেছে নিলেন রিভালদো?

চেলসির মাঠ স্টামফোর্ড ব্রীজে অনুষ্ঠিত এই ম্যাচে স্পানিশ দল বার্সালোনাকেই এগিয়ে রাখলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদো।

মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে রিভালদো বলেন, এটা খুব কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে।  তবে এখানে বার্সালোনাই ফেভারিট এবং সম্ভাব্য বিজয়ী।  আপনার অবশ্যই ইংলিশ ক্লাবটিকে সম্মান করতে হবে।  তবে আমার মনে হয় চেলসি থেকে বার্সাই বেশি শক্তিশালী এবং তারাই পরের রাউন্ডে যাবে।

২০০০ সালের চ্যাম্পিয়নস লিগে রিভালদো ছিলেন বার্সালোনা দলের অন্যতম সেরা তারকা।  সেবার লন্ডের মাটিতে তারা হেরেছিল ৩-১ গোলে।  ফিরতি লেগে বার্সালোনা জিতেছিল অতিরিক্ত সময়ে ৫-১ ব্যবধানে।  সেটাকে স্মরন করে এই লিজেন্ড বলেন,

" আমার মনে আছে, আমরা ইংল্যান্ডে প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিলাম।  কিন্তু পরের লেগে আমরা ফিরে এসেছিলাম।  অতিরিক্ত সময়ে আমরা জিতেছিলাম।  আমি একটি পেনাল্টি পেয়েছিলাম যেখানে ব্যবধান ৪-১ করতে পারতাম।  কিন্তু আমি সেটি মিস করেছিলাম।  কিন্তু পরে অতিরিক্ত সময়ে আমরা আরো দুটি গোল করেছিলাম। "
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে