মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৪৮:৩৫

ধারাবাহিকতায় মুশফিকের পরে স্মিথ

ধারাবাহিকতায় মুশফিকের পরে স্মিথ

স্পোর্টস ডেস্ক: ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের তালিকায় বাংলাদেশের কারও নাম নেই? এতে অবশ্য আশাহত হওয়ার কোনো কারণ নেই। ক্রিকইনফোর স্ট্যাটগুরু পুরস্কারের তালিকায় রয়েছে মুশফিকুর রহিমের নাম।

গত বছর টেস্টের সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ হলেও সাদা পোশাকের এই ফরম্যাটে সবচেয়ে বেশি ধারাবাহিক ছিলেন মুশফিকুর রহিম। গত বছরের পরিসংখ্যানের ভিত্তিতে স্ট্যাটগুরু অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করা হয়ে থাকে। নানা তত্ত্ব-উপাত্ত বাছাই করে তালিকায় স্থান পেয়েছেন মুশফিক। গত বছর ১৬ ইনিংসে বাংলাদেশের এই সাবেক টেস্ট অধিনায়ক ৫৪.৭১ গড়ে রান তুলেছেন ৭৬৬।

এই সময়ে মাত্র একবারই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। আর ২০ রানের আগে আউট হয়েছেন মাত্র দু’বার। ১০ ইনিংসে ২৫ পার করেছেন। ধারাবাহিকতায় এরপরেই রয়েছেন স্মিথ।

তবে বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নাম কুড়িয়েছেন স্টিভেন স্মিথ। ৭৬.৭৬ গড়ে করেছেন এক হাজার ৩০৫ রান। এরচেয়ে বেশি আর কেউ রান করতে পারেননি গত বছর। এদিকে সব ফরম্যাটে আলো ছড়িয়ে বর্ষসেরা ব্যাটসম্যানের তকমা পেয়েছেন বিরাট কোহলি। টেস্টে তার গড় ছিল ৬১.৩৮। ওয়ানডেতে ৭৬.১৬ এবং টি ২০-তে ৪৯.৮১।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে