মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৫০:২৪

দেরিতে বুঝল বিসিবি!

 দেরিতে বুঝল বিসিবি!

স্পোর্টস ডেস্ক: ভেতরে ভেতরে ‘বাতিল’ই বলে দেয়া হয়েছিল মাশরাফি বিন মর্তুজাকে। চন্ডিকা হাথুরুসিংহে কোচের চেয়ারে থাকা অবস্থায় ‘টি-টোয়েন্টিতে মাশরাফি অচল’ অমন কথা তোলা হয়েছিল। বিসিবির একটা অংশও এই তালে যোগ দেয়। বিষয়টি বিবৃতকর পরিস্থিতিতে যেন না যায় সেই কারণে গত বছর শ্রীলঙ্কা সিরিজে মাশরাফি নিজেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন।

তারপর বাংলাদেশ যতোবার মাঠে নেমেছে ততোবারই মাশরাফির নিয়ন্ত্রিত বোলিং আর জাদুকরী নেতৃত্ব মিস করেছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে টি-টোয়েন্টি সিরিজে দাঁড়াতেই পারেনি মাশরাফিহীন বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি।

বিসিবি কর্তারাও বুঝছিলেন মাশরাফি শূণ্যতা ভোগাচ্ছে দলকে। কিন্তু দায়িত্বশীলরা এতোদিন সেভাবে কিছু বলেননি। ‘মুখ লজ্জা’র কারণেই হয়তো। এবার সেই জায়গা থেকে বেরিয়ে আসার চিন্তা! মাশরাফি বিন মর্তুজাকে অবসর ভেঙে আবারও টি টোয়েন্টি ক্রিকেটে ফেরার অনুরোধ করবে বিসিবি। খোদ বিসিবি সভাপতি নামজুল হাসান পাপনই বলেছেন এমন কথা।

তিনি বলেন, ‘আমার এখনও মনে হয়, টি-টোয়েন্টিতে মাশরাফিই নতুন বলে সেরা বোলার। তাকে ফেরানোর চেষ্টা করব। চেষ্টা চলছে ইতোমধ্যেই। অামি বললে হয়তো খেলবে। তবে সব কিছু নির্ভর করছে ওর মতামতের ওপর।’

মাশরাফির অবসর ভেঙে ফেরা নিয়ে কথা উঠেছিল এর আগেও। কিন্তু মাশরাফি নিজেই সেই কথা থামিয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, অবসর ভেঙে ফেরার চিন্তা নেই তার। কিন্তু দলের প্রয়োজনের কথা বলে অনুরোধ করা হলে কি না করতে পারবেন মাশরাফি? তিনি যে, অন্য দশজনের মতো নন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে