মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৫৫:২৭

কোচ না পাওয়ার কারণ জানালেন পাপন

কোচ না পাওয়ার কারণ জানালেন পাপন

স্পোর্টস ডেস্ক: কোচ ছাড়াই বছর শুরু করতে চেয়েছিল বাংলাদেশ, শুরু করেছিলও! তবে ফল মেলেনি তাতে। ২০১৮ সালের শুরুর তিনটি সিরিজেই হার মানতে হয়েছে তাদের।

অবশেষে আবারো টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এবার আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আগেই হেডকোচ চায় বিসিবি। তবে সমস্যা সৃষ্টি হয়েছে তাতেও।

কেননা ভারতের জনপ্রিয় ফ্রেঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) উপলক্ষে এরই মাঝেই নামীদামী বা বিজ্ঞ কোচেরা যোগ দিয়েছে আইপিএলের বিভিন্ন দলে।

এছাড়া বাংলাদেশে পরিক্ষা দিয়ে যাওয়া ল্যান্ডল সিমন্স বা রিচার্ড পাইবাসও কোনো না কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব নিয়ে নিয়েছেন। অর্থাৎ, এই মুহূর্তে ছাইলেও কোচ খুঁজে পাচ্ছেনা বিসিবি। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান,

"আমরা এখনো চেষ্টা করছি। কালকেও আমরা যোগাযোগ করেছি দুজনের সঙ্গে। এখন আইপিএল ছেড়ে কেউ আসতে চায় না। কোচ পাওয়া কঠিন। তবে যাদের সঙ্গে কথা হচ্ছে। চেষ্টা করছি নিদহাস কাপের আগে হেডকোচ নিয়ে আসতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এমনও হয়েছে কি একটা কোচ আমরা চূড়ান্ত করে ফেলেছিলাম।

"কাল ফ্লাই করার কথা। শেষ মুহুর্তে মনে হয়েছে কি সে আসলে আমাদের সঙ্গে মিলবে না। পরে আমাদের পক্ষ থেকে থামানো হয়েছে। সামনা সামনি কথা না বলে কিছু ফাইনাল করাটা কঠিন। আমরা ফাইনাল স্টেজে আছি। নিদহাস কাপের আছেই ত ক'দিন । ৮/১০ দিন এরমধ্যেই করতে হবে। সেটা পারব কিনা শিওর না, চেষ্টা করছি।"
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে