মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:০১:৫৫

সবাই তাঁকিয়ে তার দিকে, এখন কি করবেন মাশরাফি?

সবাই তাঁকিয়ে তার দিকে, এখন কি করবেন মাশরাফি?

স্পোর্টস ডেস্ক : সব চোখ তাঁর দিকে। কী করবেন মাশরাফি? ফিরবেন কি কাপ্তান হয়ে নাকি ফেরাবেন সবাইকে? দেশের মাটিতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে মাশরাফিকে দলে ফিরতে অনুরোধ করেছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

তবে, তাতে রাজি হননি তিনি। তথন পাপনকে মাশরাফি জানিয়ে দেন, টি-টোয়েন্টিতে নয়, তিনি বরং টেস্টে ফিরতে রাজি। সব ফরম্যাটেই দলের খারাপ অবস্থা। টি-টোয়েন্টিতে অবস্থা তুলনামুলক বেশি করুণ। যে কারণে মাশরাফিকে আরেকবার ফিরতে অনুরোধ করবেন বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

মার্চে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে নড়াইল এক্সপ্রেসকে পেতে চায় বিসিবি। পাপন জানিয়েছেন, তিনি ভালোভাবে অনুরোধ করলে মাশরাফি কথা না রেখে পারবে না। হ্যাঁ, মাশরাফিকে এবার জোরালো অনুরোধই করতে যাচ্ছেন পাপন।

একবার না করে দিয়েছেন, এবার কী করবেন ম্যাশ? নাজমুল হাসান পাপনের অনুরোধ কী রাখবেন, নাকি আবারও না করে দিবেন? যতদূর জানা গেছে, টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না। হাথুরুর কথা শুনে বিসিবিও যে মাশরাফির উপর আবিচার করেছিল সেই ব্যাপারটাও ভুলেননি মাশরাফি।

সেই ক্ষত এখনও শুকায়নি মাশরাফির। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন, বিসিবির অনুরোধ এবারও হয়তো প্রত্যাখ্যান চলেছেন তিনি। টি-টোয়েন্টিতে নয়, মাশরাফির ইচ্ছা টেস্টে ফেরা। গত বছর ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেটে অংশ নিয়েছেন হয়তো এ লক্ষ্যকে সামনে রেখেই। সেখানে বল হাতে বেশ উজ্জ্বল ছিল ম্যাশ।

ক’দিন আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে দলের প্রয়োজনে টেস্টে ফেরারও ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু বিসিবি থেকে কোনো সাড়া পাননি তিনি। গত তিন বছরের মধ্যে সবচেয়ে কঠিন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দল। যে দল ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছে অনায়াসে, তাদের এখন হারতে হচ্ছে শ্রীলঙ্কার মতো নড়বড়ে দলের কাছে, দেশের মাটিতে।

শেষ দুটি ওয়ানডে, ঢাকা টেস্ট ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের সামনে খড়কুটোর মতো উড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। দেশের মাটিতে এমন পারফরম্যান্সে হতাশ গোটা দেশ। বিচলিত ক্রিকেট বোর্ড। গত দুটি টি-টোয়েন্টিতে ১০ জন খেলোয়াড় পরিবর্তন করা হয়েছে। অভিষেক হয়েছে ৫ জনের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

৬ মার্চ শ্রীলঙ্কায় শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। তার প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ২২ ফেব্রুয়ারি। আগামী কাল দল ঘোষণা হবে বলে জানা গেছে। সেই দলে কী মাশরাফি থাকবেন? ৫২টি-টোয়েন্টি ম্যাচে ৪২ উইকেট নেওয়া মাশরাফি কী ফিরবেন? সব চোখ মাশরাফির দিকে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে