বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:২৫:২৬

চলতি বছরে যে ৮টি সিরিজ খেলবে বাংলাদেশ, দেখে নিন সূচি

চলতি বছরে যে ৮টি সিরিজ খেলবে বাংলাদেশ, দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালে অারো ৮ টি সিরিজ খেলবে বাংলাদেশ। দেড় মাসের ব্যাস্ততা শেষে ১০ দিনের বিশ্রাম পাবে সাকিব, তামিম, মুসফিকরা। এর পরেই অাগামী মাসে শ্রীলঙ্কায় ত্রিদেশী টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ, ভারত ছাড়া এ সিরিজে খেলবে শক্তিশালী ভারত। ইতি মধ্যেই এ সিরিজকে সামনে রেখে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

অাগামী ৬ মার্চ শুরু হবে এই টুর্নামেন্ট অার বাংলাদেশের খেলা ৮ মার্চ। ৬ মার্চ থেকে শুরু করে ১৮ মার্চ পয়ন্ত চলবে এই টুর্নামেন্ট। তবে এ সিরিজের পর কিছুটা অলস সময় পার করবে বাংলাদেশ। তবে জুলাইয়ে অাবারো ব্যাস্ত হয়ে পড়বে বাংলাদেশ।

প্রথম ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। সেখানে ২ টেস্ট এবং ৩ ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ সিরিজে ২-৩ টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যা অনুষ্ঠিত হবে অামেরিকায়। তবে নতুন খবর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর অামেরিকায় একটি ত্রিদেশী টি-টুয়েন্টি সিরিজ হতে পারে।

বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ সহ তৃতীয় দেশ হতে পারে পাকিস্তান। এ ত্রিদেশী টি-টুয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ হতে পারে অামেরিকায়। যদি এ সিরিজ এখনো অনিশ্চিত রয়েছে। অার যদি ত্রিদেশী টি-টুয়েন্টি সিরিজ না হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের সাথে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যার সব কয়টি ম্যাচ হবে অামেরিকায়। তবে পাকিস্তানের কিছু গন মাধ্যম ত্রিদেশী টি-টুয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে।

অাইসিসি এফটিপি অনুসারে অাগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। সেখানে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ২ টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এখনো এই সিরিজ চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও এই সিরিজটি অায়োজন করতে চায় না।

সেপ্টেম্বর রয়েছে বাংলাদেশের গুরুপ্তপূর্ণ টুর্নামেন্ট। এ মাসে ভারতে অনুষ্টিত হবে এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিকা কাপ। এশিয়াকাপের পরই এ বছর শেষের দিকে বাংলাদেশে অাসবে ওয়েস্ট ইন্ডিজ। এ সফরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ১ টি-টুয়েন্টি খেলবে।

এ ছাড়া এ বছর অাফগানিস্থানের সাথে একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সিরিজটি মে মাসে ভারতে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া মে অথবা জুনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাওনা সিরিজটি হতে পারে। কারন তখন দুই দেশেরই কনো খেলা থাকবে না।

এক নজরে ২০১৮ সালের সূচি :
মার্চ – ত্রিদেশী সিরিজ টি-টুয়েন্টি (শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ) শ্রীলঙ্কা, (সূচি চূড়ান্ত)
মে – অাফগানিস্থান (সম্ভাব্য)
মে-জুন – পাকিস্তান (সম্ভাব্য)
জুলাই – ওয়েস্ট ইন্ডিজ, (চূড়ান্ত)
অাগস্ট – ত্রিদেশী সিরিজ টি-টুয়েন্টি (ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ) অামেরিকা (চূড়ান্ত)
অাগস্ট-সেপ্টেম্বর – অস্ট্রেলিয়া (সম্ভাব্য) এফটিপি
সেপ্টেম্বর – এশিয়াকাপ, (চূড়ান্ত)
নভেম্বর-ডিসেম্বর – ওয়েস্ট ইন্ডিজ, এফটিপি

খেলার সকল আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেইজের সাথেই থাকুন । ধন্যবাদ ।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে