শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৩০:১০

আজ শ্বাসরূদ্ধকর লড়াইয়ে সেঞ্চুরি করে রেকর্ড করলেন আল-আমিন

আজ শ্বাসরূদ্ধকর  লড়াইয়ে সেঞ্চুরি করে রেকর্ড করলেন আল-আমিন

স্পোর্টস ডেস্ক:  ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ৬ষ্ঠ রাউন্ডে সোমবারই মুখোমুখি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী এবং মোহামেডান। এবার ঘরোয়া ক্রিকেটে মোহামেডানের সময়টা ভালো যাচ্ছেনা। লিগে অনেকটাই পিছিয়ে তারা। তাই জয়টা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল। কেননা মোহামেডান-আবাহনী মুখোমুখি হওয়া মানেই শ্বাসরূদ্ধকর এক লড়াই। আর আজ শ্বাসরূদ্ধকর  লড়াইয়ে সেঞ্চুরি করে রেকর্ড করলেন আল-আমিন।  

তা্ই আবাহনীর মুখোমুখি হওয়ার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিলো ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটের ব্যবধানে জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এদিকে এ ম্যাচে ব্যাটসম্যান আল আমিনের দুর্দান্ত এক সেঞ্চুরি হাকিয়েছেন। যদিও তার দল না জেতায় সেঞ্চুরিটি ম্লান হয়ে যায়। প্রথমে প্রাইম ব্যাংক ব্যাট করে ২৬০ রানের বড় লক্ষ্য দেয় মোহামেডানকে। মোহামেডান ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারেই ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। মিডল অর্ডারে রাকিবুল হাসান খেলেন ৬৪ রানের দারুণ এক ইনিংস। এছাড়া ওপেনার রনি তালুকদার খেলেন ৬০ রানের ইনিংস।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। ১৭ রানে ৫ এবং ৩৬ রানে হারায় ৬ উইকেট। এই অবস্থায় একটি দল কতদুর যেতে পারে? বড়জোর ১০০ থেকে ১২০ রান। কিন্তু মিডল অর্ডারে আল আমিন দাঁড়িয়ে যান লেট অর্ডারে আরিফুল হককে নিয়ে। দু’জন মিলে গড়েন ১৬১ রানের বিশাল এক জুটি।

১২৬ বলে ১১০ রান করে আউট হন আল আমিন। ৯টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। আরিফুল হক খেলেন ৮৭ রানের ইনিংস। ৪টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরেছেন আরিফুল। ১৪ বলে ২৫ রান করেন দেলোয়ার হোসেন। মোহামেডানের হয়ে তাইজুল ইসলাম নেন ৩ উইকেট এবং ২টি করে উইকেট নেন বিপুল শর্মা ও কাজি অনিক।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে