মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮, ০৬:৫৪:৪৬

আইপিএলের সেরা পাঁচ ইনিংস

আইপিএলের সেরা পাঁচ ইনিংস

স্পোর্টস ডেস্ক: আর মাত্র এক মাস পরেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর। এবারের আসরের নিলামে দলগুলো বেশ বুঝশুনে অর্থ খরচ করেছে। তবে কোনো কোনো ফ্রাঞ্চাইজি দুহাত খুলেও অর্থ ঢেলেছে। অর্থ যেমনই খরচ করা হোক না কেন, দিনশেষে দলগুলো নিজেদের চাহিদা এবং লক্ষ্য মতো দল সাজাতে পেরেছে কিনা তাই বড় কথা। এবারের ১১তম আসর ৯টি ভেন্যুতে ৫১ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ২৭ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।

এর আগে আমরা আইপিএলের এবারের আসরের খেলা আট দল সম্পর্কে বিস্তারিত জেনেছি। এবার আইপিএলের ইতিহাসের কিছু রেকর্ড নিয়ে আলোচনা করবো। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে অনেক চমৎকার কিছু ইনিংস দেখা গেছে। তাই আজ থাকছে আইপিএলের ইতিহাসে সেরা পাঁচটি ব্যক্তিগত ইনিংস সম্পর্কে…

ক্রিস গেইল (১৭৫*, ২০১৩)
`দ্য ক্যারিবিয়ান স্ট্রম` ক্রিস গেইলের ১৭৫ রানের তাণ্ডবটি শুধু আইপিএলেই না বিশ্বের সমস্ত টি-টোয়েন্টি আসরের সেরা ব্যক্তিগত ইনিংস। ২০১৩ সালে ৩১ মার্চ পুনে ওয়ারিয়র্সের সঙ্গে ৬৬ বলে ১৭টি ছক্কা ও ১৩টি চার মারেন তিনি। এ ম্যাচে ২৬৩ রানের দলীয় সংগ্রহটি সবচে’বেশি রানের সংগ্রহ। গেইল ঝড়ের ম্যাচটিতে ১৩০ রানে বড় জয়ও পায় বেঙ্গালুরু।

ব্র্যান্ডন ম্যাককালাম (১৫৮*, ২০০৮)
আইপিএল শুরু হবার আগে জাঁকজমক ক্রিকেটের নতুন এ ধারাটিকে নিয়ে অনেকের ভিন্ন মত ছিল। সব আলোচনা-সমালোচনাকে উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার ব্যান্ডন ম্যাককালাম আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচেই উপহার দেন অসাধারণ এক ইনিংস। ২০০৮ সালের উদ্বোধনী আসরের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রান করেন তিনি। ম্যাককালামের ১০ চার ও ১৩ ছয়ের ইনিংসটিতে ১৪০ রানের জয় পায় বলিউড অভিনেতা শাহরুখ খানের দলটি।

এবি ডিভিলিয়ার্স (১৩৩*, ২০১৫)
২০১৫ সালে ৪৬তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২৩৫ রানের টার্গেট দেয় বেঙ্গালুরু। এ ম্যাচেরও জয়ের নায়ক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ৫৯ বলের ১৩৩ রানের ইনিংসে মাঠের প্রায় প্রতিটি অংশ দিয়ে সীমানা অতিক্রম করিয়েছিলেন তিনি।

এবি ডিভিলিয়ার্স (১২৯*, ২০১৬)
আইপিলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের জয়টি তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪৪ রানের এ জয়ে আগে ব্যাটিং করে গুজরাট লায়নকে ২৪৮ রানের পাহার সমান টার্গেট দেয় বিরাট কোহলির দল। বিশাল টার্গেটে খেলতে নেমে মাত্র ১০৪ রানেই অলআউট হয় গুজরাট।এ জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিডিভিলিয়ার্স। ৫৫ বলে ১২৯ রানের ওই বিধ্বংসী ইনিংসে ৮টি ছক্কা ও পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি।

ক্রিস গেইল (১২৮*, ২০১২০)
২০১২ সালের আসরের ৬৭তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ডেয়ারডেভিলসের কাপ্তান মাহেলা জয়বর্ধনে। কিন্তু এ সিদ্ধান্ত কাল হয়ে দাড়ায় তাদের জন্য। ক্রিস গেইলের ১৩টি ছক্কা ও ৭টি চারের ইনিংসটি মনে রাখবে আইপিএলের সব দর্শকরা। ৬৭ বলে ১২৮ রানের এ ইনিংসটি আইপিএলের ১০ বছরের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে