মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮, ০৮:৪৬:৪০

তামিমের 'বাংলাদেশি টি-২০ ব্র্যান্ড' এবার বুঝিয়ে দিলেন মাহমুদুল্লাহ

তামিমের 'বাংলাদেশি টি-২০  ব্র্যান্ড' এবার বুঝিয়ে দিলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের তাড়া করতে নেমে ৫ উইকেট ব্যবধানে জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের এমন দাপুটে জয়ের পর নিজেদের খেলার এমন ধরণকে বাংলাদেশি ব্র্যান্ড নাম দিয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর এ নিয়ে টিপ্পনি কেটেছেন অনেকে।

তবে এর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘আমরা যখন সফরটা শুরু করি তখন সবাই এ নিয়ে কথা বলেছি। বিষয়টা হলো আমাদের স্মার্ট হতে হবে। আমরা যদি পর্যাপ্ত স্মার্ট হতে পারি তবে অনেক হিসেবের মধ্যে ঝুঁকি নিতে পারবো।’

তিনি আরো বলেন, ‘সেটা হতে পারে নির্দিষ্ট কোনো বোলারকে টার্গেট করা। যা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতে পারে। আমাদের প্রয়োজন ছিল খেলায় এটা প্রয়োগ করা। এটাকেই আমরা বাংলাদেশি ব্র্যান্ডের টি-টুয়েন্টি ক্রিকেট বলতে চাচ্ছি। কারণ আমার মনে হয় আমাদের এক-দুজন পাওয়ার হিটার নেই। এটা সত্য। আমাদের তাই স্মার্ট হতে হবে। এবং আমাদের স্কিলগুলো প্রয়োগ করতে হবে।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে